Saturday, February 23, 2013

জনপ্রিয় গেমস ভাইস সিটি খেলুন আপনার প্রিয় এন্ড্রোয়েড ফোনে

জিটিএ সিরিজের অন্যতম জনপ্রিয় গেইম হলো জিটিএ ভাইস সিটি। এতোদিন আপনারা কম্পিউটারে ভাইস সিটি

খেলেছেন। আর, এখন আপনারা এন্ড্রয়েড ফোনে গেইমটি খেলতে পারবেন। গেইমটির আত্যাধিক জনপ্রিয়তা ও

চাহিদার কারণে গত বছরের ১২ ডিসেম্বরে গেইমটির এন্ড্রয়েড ভার্সন বের করা হয়। এর গ্রাফিক্স অত্যন্ত চমৎকার।

 নিচে কয়েকটি স্ক্রিনসট দেয়া হল:




 

 Features:
* Beautifully updated graphics, character models and lighting effects
* New, precisely tailored firing and targeting options
* Custom controls with a fully customizable layout
* Massive campaign with countless hours of gameplay
* Compatible with the MoGa Wireless Game Controller and select USB gamepads
* Integrated with Immersion tactile effects
* Tailor your visual experience with adjustable graphic settings

 

 প্রথমে নিচের লিঙ্ক থেকে “apk” ফাইলটি ডাউনলোড করে ইন্সটল করুনঃ

*****এখান থেকে ডাউনলোড করুন *****

এখন  নিচের লিঙ্কগুলো থেকে ডাটা ফাইল ডাউনলোড করুনঃ

১। এখান থেকে পার্ট-১ ডাউনলোড করুন

২। এখান থেকে পার্ট-২ ডাউনলোড করুন

৩। এখান থেকে পার্ট-৩ ডাউনলোড করুন

৪। এখান থেকে পার্ট-৪ ডাউনলোড করুন

৫। এখান থেকে পার্ট-৫ ডাউনলোড করুন

[ বি ঃ দ্রঃ সবগুলো পার্ট ডাউনলোড হয়ে গেলে এক্সট্রাক্ট করুন এবং “com.rockstargames.gtavc”

ফোল্ডারটিকে sdcard/Android/obb/ ফোলডারে কপি অথবা মুভ করুন।

এবার গেইমটি ওপেন করুন।]

 

 

By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

 

Saturday, February 9, 2013

পিসি থেকে সরাসরি নামান Android apps, ফোন থেকে ব্রাউজ করা লাগবেনা।

সবাইকে সালাম জানাই।
আমি আপনাদের Android apps নামাবার একটি পদ্ধতি বলতে চাই যেভাবে আমি সব সময় apps  নামিয়ে থাকি। এটি খুবই সহজ এবং অহেতুক ব্রাউজ করার ঝামেলা থাকেনা। পদ্ধতিটি যদি কারও আগেই জানা থাকে তাহলে আমাকে ভুল বুঝবেন না দয়া করে। 
ধাপগুলো এরকমঃ
  • Ø ১। প্রথমে আপনার ফোনটিতে ইন্টারনেট চালু করুন।
  • Ø ২। আপনার যে Gmail account টি রয়েছে সেটিতে আপনার ফোন থেকে Login করুন।
  • Ø ৩। এরপর আর Sing out করবেন না। এই ভাবেই নেট থেকে বের হয়ে যান। কিন্তু মনে রাখতে হবে কোন ভাবেই যেন sign out না হয়।
  • Ø ৪। Login করার ফলে আপনার ফোনের কনফিগারেশন ও আপনার সিম কম্পানির নাম gmail –এর মাধ্যমে সেভ হয়ে গেল।
  • Ø ৫। এবার আপনার পিসি তে গিয়ে বসুন এবং Google থেকে আবার gmail –এ login করুন।
  • Ø ৬। এবার Play store এ গিয়ে আপনার যে app খুশি খুজে বের করুন।
  • Ø ৭। Apps –এর পেজ খুলে গেলে দেখবেন Install লেখা এসেছে। সেখানে ক্লিক করুন। এরপর সাধারণ নিয়মেই সব কিছু করুন।
  • Ø ৮। খেয়াল করে দেখুন আপনার ফোনের মডেল নাম্বার ও সিমের নাম দেখাচ্ছে। Install এ ক্লিক করুন।
  • Ø ৯। ‘This application will be installed to your devise within short times” এরকম একটি মেসেজ আসবে। OK  করুন।
  • Ø ১০। এবার আপনার ফোনের দিকে তাকিয়ে দেখুন নটিফিকেশন এসেছে এবং app টি ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড শেষ হলে নিজেই ইন্সটল হয়ে যাবে।


কেন এভাবে করবেনঃ       
১। এতে আপনার ইন্টারনেট প্যাকেজের ডাটা বাচবে অনেক, কারন আপনি ফোন দিয়ে ব্রাউজ করেননি।
তবে Symphony ও Micromax এ অনেক সময় কাজ করেনা।

Friday, February 8, 2013

মাইক্রোম্যাক্স আনছে ৫ ইঞ্চি জেলি বিন চালিত স্মার্টফোন A116

অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার পর ভারতীয় কোম্পানি মাইক্রোম্যাক্স অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট বাজারজাত করে জনপ্রিয়তা অর্জন করে নেয়। সম্প্রতি তারা দারুণ একটি ফোন বাজারে আনে যার নাম ছিল মাইক্রোম্যাক্স A110। এ১১০ -এর পরের সংস্করণ এটি, যার নাম রাখা হয়েছে মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস ২ এইচডি।



মাইক্রোম্যাক্স এ১১৬ আগামী ২৫ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে। কিন্তু বাংলাদেশে আসতে একটু সময় লাগতে পারে। এতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস প্রযুক্তির এলসিডি স্ক্রিন যাতে রয়েছে ১২৮০ x ৭২০ পিক্সেল রেজুলেশন। তবে ডিসপ্লের পিক্সেল পার ইঞ্চি (পিপিআই) কত তা এখনও জানা যায়নি। MediaTek MT6589 চিপসেটের ১.২ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর ও ১ গিগাবাইট RAM সহ গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য এই সেটে আছে PowerVR SGX544 জিপিইউ।
দারুণ স্পেসিফিকেশনের এই ডিভাইসের পেছনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা, সামনে VGA ক্যামেরা। আরও থাকছে ৪ গিগাবাইট ফোন মেমোরি এবং ২১০০ mAh এর একটি ব্যাটারি।




মাইক্রোম্যাক্স এ১১৬ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে জেলি বিন। অর্থাৎ, ডিভাইসটি কেনার সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ৪.১.২ বা নতুন জেলি বিন এর স্বাদ। এছাড়াও এতে অ্যান্ড্রয়েডের অন্যান্য সুবিধার পাশাপাশি জিপিএস, অ্যাসিসটেড-জিপিএস, প্রক্সিমিটি ও অ্যাক্সেলেরোমিটার সেন্সর সাপোর্ট রয়েছে।
বাংলাদেশে ঠিক কত দামে এটি বিক্রি করা হবে তা এখনও স্পষ্ট জানা না গেলেও ২০ হাজার টাকার আশেপাশে দাম পড়বে বলেই আমরা ধারণা করছি। ভারতের বাজারে মাইক্রোম্যাক্স এ১১৬ এর দাম দেখা গেছে প্রায় ১৫ হাজার রুপি। সেই হিসেবে বাংলাদেশি টাকায় এর দাম ২০ হাজারের আশেপাশে হওয়াই স্বাভাবিক।
বৈশিষ্ট্যের দিক দিয়ে সত্যিই দারুণ একটি সেট মাইক্রোম্যাক্স এ১১৬ ক্যানভাস এইচডি। বড় আকারের ডিসপ্লে ও এইচডি রেজুলেশন, কোয়াড-কোর প্রসেসরের সঙ্গে ওয়ারেন্টি থাকলে ১৭,০০০ টাকা এই সেটের জন্য হয়তো খুব বেশি নয়।
 আপনার কী মত?

Friday, February 1, 2013

Root করুন আপনার Micromax superfone A110 Canvas 2 সাথে unrooting ফ্রি….না দেখলে মিস…।

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা । আশা করি সবাই ভালই আছেন। আজকের এই পোস্ট micromax canvas 2 rooting ও unrooting নিয়ে। শুরু করার আগে কিছু কথা বলে নেয়া ভাল। কোন এক মহান  ব্যক্তি বলেছেন ( নাম মনে নাই ) Root is the freedom of android. আমি তার সাথে একমত। রুত না করলে আপনি android এর আসল মজাই পাবেন না। Micromax Superfone Canvas 2 সেট টি বাংলাদেশ এ খুবি জনপ্রিয় ।সেট টি খুবি সুন্দর ও পাওয়ারফুল হওয়ায় আমার মত অনেকেই এটি কিনেছেন। আমি এই পদ্ধতি তে রুট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।



enough প্যাঁচাল : Lets do it
শর্তসমূহঃ
১  আপনি পদক্ষেপ অনুসরন করতে না পারলে অযথা ঝুকি নেয়ার দরকার নেই।
২ আপনি আপনার ফোনের warenty হারাবেন।  ( unrooting করলে ভয় নেই )
৩ ভুল  করে সেট brick করে ফেললে আমি দায়ী থাকবনা। নিজ দায়িত্তে করবেন।
প্রথমেই আপনাকে এক্তি ফাইল ডাউনলোড করতে হবে। ভয় নেই মিডিয়াআগুন লিঙ্ক।
 

সফটওয়্যরটি এখান থেকে  ডাউনলোড করুন।


zip file টি আনযিপ করুন।

usb debugging on করুন। ( Settings > Developer Options > Check mark “USB Debugging” )
ইউএসবি কেব্‌ল দিয়ে ফোন কানেক্ট করেন। driver অটোমেটিক install হবে । না হলে ওদের সাইট থেকে নামান । লিঙ্ক দিলাম না কারণ বাচ্চাও পারবে।
আনযিপ ফোল্ডার থেকে  runme.bat file টি ওপেন করুন । এটি command prompt দিয়ে ওপেন হবে।
নরমাল মোড সিলেক্ট করতে হবে তাই  "1" লিখুন এবং entar চাপুন ।
কঠিন কাজ শেষ , এবার বাচ্চাদের কাজ। কিছু permission দিতে হবে যেগুলা বাচ্চারাও পারে। তাই বললাম না।
সেট নিজেই রিস্টার্ট নিবে। অন হবার পর কিছুক্ষন অপেক্ষা করুন।
মেনুতে গিয়ে দেখুন superuser SU নামে নতুন app এসেছে।
আসলে আপনি বুঝতে পারবেন অসম সাহসিকতার পুরস্কার হিসেবে আপনি এখন রুটেড এন্ডরয়েড সেট এর মালিক ।
Unrooting.........
যদি আপনার মনে হয় যে আপনি এই  "go beyond " টাইপের স্বাধীনতা পছন্দ করতে পারছেন না, অথবা warrenty র মায়া ত্যাগ করতে পারছেন না তাহলে আবার runme.bat file টি ওপেন করে 1 এর জায়গায় x লিখে   সেট unroot  করতে পারবেন।



যেকোনো সমস্যা হলে comment করে জানাবেন। খারাপ-ভাল-মন্দ যেরকমই লাগে তা অবশ্যই comment করে জানাবেন। ধন্যবাদ।।


By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host