সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা । আশা করি সবাই ভালই আছেন। আজকের এই পোস্ট
micromax canvas 2 rooting ও unrooting নিয়ে। শুরু করার আগে কিছু কথা বলে
নেয়া ভাল। কোন এক মহান ব্যক্তি বলেছেন ( নাম মনে নাই ) Root is the
freedom of android. আমি তার সাথে একমত। রুত না করলে আপনি android এর আসল
মজাই পাবেন না। Micromax Superfone Canvas 2 সেট টি বাংলাদেশ এ খুবি
জনপ্রিয় ।সেট টি খুবি সুন্দর ও পাওয়ারফুল হওয়ায় আমার মত অনেকেই এটি
কিনেছেন। আমি এই পদ্ধতি তে রুট করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
enough প্যাঁচাল : Lets do it
শর্তসমূহঃ
১ আপনি পদক্ষেপ অনুসরন করতে না পারলে অযথা ঝুকি নেয়ার দরকার নেই।
২ আপনি আপনার ফোনের warenty হারাবেন। ( unrooting করলে ভয় নেই )
৩ ভুল করে সেট brick করে ফেললে আমি দায়ী থাকবনা। নিজ দায়িত্তে করবেন।
প্রথমেই আপনাকে এক্তি ফাইল ডাউনলোড করতে হবে। ভয় নেই মিডিয়াআগুন লিঙ্ক।
zip file টি আনযিপ করুন।
usb debugging on করুন। ( Settings > Developer Options > Check mark “USB Debugging” )
ইউএসবি কেব্ল দিয়ে ফোন কানেক্ট করেন। driver অটোমেটিক install হবে । না হলে ওদের সাইট থেকে নামান । লিঙ্ক দিলাম না কারণ বাচ্চাও পারবে।
আনযিপ ফোল্ডার থেকে runme.bat file টি ওপেন করুন । এটি command prompt দিয়ে ওপেন হবে।
নরমাল মোড সিলেক্ট করতে হবে তাই "1" লিখুন এবং entar চাপুন ।
কঠিন কাজ শেষ , এবার বাচ্চাদের কাজ। কিছু permission দিতে হবে যেগুলা বাচ্চারাও পারে। তাই বললাম না।
সেট নিজেই রিস্টার্ট নিবে। অন হবার পর কিছুক্ষন অপেক্ষা করুন।
মেনুতে গিয়ে দেখুন superuser SU নামে নতুন app এসেছে।
আসলে আপনি বুঝতে পারবেন অসম সাহসিকতার পুরস্কার হিসেবে আপনি এখন রুটেড এন্ডরয়েড সেট এর মালিক ।
Unrooting.........
যদি আপনার মনে হয় যে আপনি এই "go beyond " টাইপের স্বাধীনতা পছন্দ করতে পারছেন না, অথবা warrenty র মায়া ত্যাগ করতে পারছেন না তাহলে আবার runme.bat file টি ওপেন করে 1 এর জায়গায় x লিখে সেট unroot করতে পারবেন।
enough প্যাঁচাল : Lets do it
শর্তসমূহঃ
১ আপনি পদক্ষেপ অনুসরন করতে না পারলে অযথা ঝুকি নেয়ার দরকার নেই।
২ আপনি আপনার ফোনের warenty হারাবেন। ( unrooting করলে ভয় নেই )
৩ ভুল করে সেট brick করে ফেললে আমি দায়ী থাকবনা। নিজ দায়িত্তে করবেন।
প্রথমেই আপনাকে এক্তি ফাইল ডাউনলোড করতে হবে। ভয় নেই মিডিয়াআগুন লিঙ্ক।
সফটওয়্যরটি এখান থেকে ডাউনলোড করুন।
zip file টি আনযিপ করুন।
usb debugging on করুন। ( Settings > Developer Options > Check mark “USB Debugging” )
ইউএসবি কেব্ল দিয়ে ফোন কানেক্ট করেন। driver অটোমেটিক install হবে । না হলে ওদের সাইট থেকে নামান । লিঙ্ক দিলাম না কারণ বাচ্চাও পারবে।
আনযিপ ফোল্ডার থেকে runme.bat file টি ওপেন করুন । এটি command prompt দিয়ে ওপেন হবে।
নরমাল মোড সিলেক্ট করতে হবে তাই "1" লিখুন এবং entar চাপুন ।
কঠিন কাজ শেষ , এবার বাচ্চাদের কাজ। কিছু permission দিতে হবে যেগুলা বাচ্চারাও পারে। তাই বললাম না।
সেট নিজেই রিস্টার্ট নিবে। অন হবার পর কিছুক্ষন অপেক্ষা করুন।
মেনুতে গিয়ে দেখুন superuser SU নামে নতুন app এসেছে।
আসলে আপনি বুঝতে পারবেন অসম সাহসিকতার পুরস্কার হিসেবে আপনি এখন রুটেড এন্ডরয়েড সেট এর মালিক ।
Unrooting.........
যদি আপনার মনে হয় যে আপনি এই "go beyond " টাইপের স্বাধীনতা পছন্দ করতে পারছেন না, অথবা warrenty র মায়া ত্যাগ করতে পারছেন না তাহলে আবার runme.bat file টি ওপেন করে 1 এর জায়গায় x লিখে সেট unroot করতে পারবেন।
0 comments:
Post a Comment