Monday, March 11, 2013

৩জি সিমসহ টেলিটক ও সিম্ফনি আনলো Symphony W30 ও W70

তুলনামূলক কম দামে বেশ ভালো স্পেসিফিকেশনের ডিভাইস আনায় সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো বাংলাদেশের বাজারে খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় সিম্ফনি এবার আনলো সিম্ফনি ডব্লিউ ৩০ এবং সিম্ফনি ডব্লিউ ৭০ মডেলের দুটি নতুন ৩জি অ্যান্ড্রয়েড ফোন।

 

 এবারও গ্রাহকদের কথা মাথায় রেখে কম দামে বেশি সুবিধা দেয়ার উদ্দেশ্যে টেলিটকের সাথে মিলে এই ডিভাইস দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেয় সিম্ফনি। উল্লেখ্য যে, এর আগেও সিম্ফনি গ্রামীনফোনের সাথে মিলে স্বল্প মূল্যে টি৭ ও টি৮ নামের দুটি অ্যান্ড্রয়েড ট্যাব বাজারে এনেছিল।

 

তবে এবার শুধু মূল্য হ্রাস আর ফ্রি ইন্টারনেটই নয়, সিম্ফনি এই দুটি ডিভাইসের সাথে দিচ্ছে ফ্রি টেলিটক ৩জি সিম। আর সেই ৩জি সিমের সাথে থাকছে ফ্রি মোবাইল টিভি, ৫০ মিনিট ফ্রি ভিডিও কল, ১০০ মিনিট ফ্রি ভয়েস কল, ১ গিগাবাইট ফ্রি থ্রিজি ইন্টারনেট, ৫০ টি ফ্রি এমএমএস এবং ২০০ টি ফ্রি এসএমএস। আর সাথে ১ বছরের ওয়ারেন্টি তো আছেই।

এই অফার সহ Symphony W30 এবং W70 থ্রিজি ফোন দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ৬,৫৯০ টাকা এবং ১০,১৯০ টাকা। এবার এক নজর দেখে নেয়া যাক কী আছে এই ডিভাইসগুলোতে।

Symphony Xplorer W30


অ্যন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড চালিত ৩.৫” প্রশস্ত ক্যাপাসিটিভ টাচের HVGA ডিসপ্লে সহ Sypmhony W30 তে সিপিইউ হিসেবে রয়েছে ১ গিগাহার্জের সিঙ্গেল কোর প্রসেসর এবং জিপিইউ  হিসেবে দেয়া হয়েছে PowerVR SGX531 জিপিইউ।

ডিভাইসটিতে রয়েছে ২৫৬ মেগাবাইট র‍্যাম এবং অ্যাপ্লিকেশন ইন্সটলের জন্য ৫১২ মেগাবাইট রম। এছাড়া এতে মাইক্রো এসডি কার্ড স্লটও রয়েছে যার সাহায্যে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন।

ক্যামেরা হিসেবে এর পেছনে দেয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ভিডিও কলের জন্য সামনে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

তাছাড়া ৩জি সাপোর্টসহ ডুয়াল সিম সম্বলিত এই ফোনে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ মোটামুটি স্মার্টফোনের সব সুবিধাই রয়েছে। তাছাড়া ৪ গিগাবাইটের ফ্রি মেমোরি কার্ড ও ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ বাজারে এর দাম রাখা হয়েছে মাত্র ৬,৫৯০ টাকা।

 

Symphony W70

 আইসক্রিম স্যান্ডউইচ অর্থাৎ অ্যান্ড্রয়েড ৪ চালিত ৪” আকার ক্যাপাসিটিভ টাচের WVGA ডিসপ্লে সম্বলিত Symphony W70 ফোনটিকে নিঃসন্দেহে এই দামের ফোনগুলোর মাঝে অন্যতম বলা যায়। কারণ এতে রয়েছে MediaTek MTK6577 ডুয়াল কোর ১ গিগাহার্জ প্রসেসর। আর জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ারভিআর এসজিএক্স৫৩১ জিপিইউ।

 এছাড়া ৫১২ মেগাবাইট র‍্যামের এই ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইটের ইন্টারনাল স্টোরেজ। এছাড়া মাইক্রো এসডি কার্ডের সাহায্যে একে ৩২ গিগাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

এর ক্যামেরাটিও ফোনটিকে এই দামের অন্যান্য ফোনগুলোর প্রতিদ্বন্দী করে তুলবে কারণ এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ভিডিও কলের জন্য রয়েছে ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

তাছাড়া ৩জি সমর্থিত ডুয়াল সিমের এই ফোনটিতেও জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, মোশন সেন্সর, এফএম রেডিও সহ স্মার্টফোনের প্রায় সকল সুবিধাই রয়েছে। আর সাথে ফ্রি টেলিটক থ্রিজি সিমসহ এর দাম রাখা হয়েছে মাত্র ১০,১৯০ টাকা।

বর্তমান বাজারে এই দামের ভিতর থাকা ফোনগুলোর প্রচুর চাহিদা রয়েছে। তবে প্রায় একই স্পেসিফিকেশনের বাজারে আসা অন্য ব্র্যান্ডের ফোনগুলোর থেকে সিম্ফনির এক্সপ্লোরার সিরিজের দাম তুলনামূলকভাবে কম হবার এবং সাথে ৩জি সিম বিনামূল্যে দেয়ায় এখন সিম্ফনির এই ফোন দুটি ক্রেতাদের বাড়তি আকর্ষনের কেন্দ্রে থাকবে বলে আমরা ধারনা করছি। এখন দেখা যাক দেশের অ্যান্ড্রয়েড বাজারে ফোনগুলো কেমন প্রভাব ফেলে।

 টেলিটক ৩জি সিম ফ্রি দেয়ার কারণে কি সিম্ফনির ফোনগুলো কেনার আগ্রহ বোধ করছেন? মন্তব্যের ঘরে আপনার সিদ্ধান্ত শেয়ার করুন।

Tuesday, March 5, 2013

~১০০% নিরাপদ~ রুট করুন আপনার Symphony Xplorer W10 স্মার্টফোন ~১০০% নিরাপদ~

বর্তমান সময়টাই হল স্মার্টফোনের যুগ। আর সিম্ফনি এই সময়ের একটি পরিচিত নাম। কম দাম এবং বেশ ভাল মানের ফোন হওয়ার কারনে আপনারা অনেকেই হয়তো সিম্ফনির স্মার্টফোন কিনেছেন। এখন কিছুদিন অ্যান্ড্রয়েড ব্যাবহার করলেই আপনি বুঝতে পারবেন যে রুট এর প্রয়োজনীয়তা টা কি।

 Symphony Xplorer W10 ফোনটি হয়তো অনেকেই কিনেছেন। ফোনটির দাম কম হলেও বেশ ভাল একটি ফোন। যারা ফোন ব্যাবহার করছেন কিন্তু এখন রুট করেন নি তাদের জন্যই আজকের এই পোস্ট।

 ~সাবধানতা~ যদিও আমি আমার অনেক কাছের বন্ধুর ফোন রুট করেছি এবং তারা অনেকদিন থেকে ফোন কোন সমস্যা ছাড়াই ব্যাবহার করছে তবুও বলে রাখি, আপনার ফোনের কোন ক্ষতির জন্য আমি দায়ী নই। আপনি যদি আপনার ফোনের ১২টা বাজিয়ে ফেলেন তারপর আমাকে দোষী করেন তাহলে আমি আপনার উপর অট্টহাসি হাসা ছাড়া আর কিছুই করতে পারব না। তবে এই পদ্ধতিতে রুট করলে তা আনরুটও করা যায় ~সাবধানতা~


 

 এখন শুরু করি প্রসেস। রুট করার জন্য আমরা ব্যাবহার করবো UnlockRoot নামের একটি সফটওয়্যার। ফোন রুট করার জন্য যতগুলো সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে UnlockRoot ই সবথেকে নিরাপদ বলে আমি জানি। 

নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন

**এখান থেকে ডাউনলোড করুন** 

 

 নামানোর পরে ইন্সটল করে নিন।

এখন আপনার ফোনে Settings > Application > Development > USB Debugging চালু করুন। এবার আপনার ডাটা ক্যাবল দিয়ে ফোনটা পিসিতে লাগান। এবার আপনার পিসিতে ড্রাইভার ইন্সটলেশন ফেইল্ড দেখাবে। সমস্যা নেই UnlockRoot এর ভেতরেই ড্রাইভার দেওয়া আছে। এবার আনলকরুট চালু করুন। 

চালু করলে নিচের ইন্টারফেস দেখবেন

 

 এখন বড় সবুজ যে Root লেখাটা দেখছেন সেটাতে ক্লিক করুন। এবার দেখাবে Do you want to try install driver? ইয়েস করুন। ড্রাইভার ইন্সটল হলে আপনার ফোনের মডেল দেখাবে। আপনার মডেলটি সিলেক্ট করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রসেস শেষ হলে ফোন রিবুট করার কথা বলা হবে। ইয়েস করলে আপনার ফোনটা রিস্টার্ট হবে। প্রথমবার অন হতে সময় লাগবে তাই ধৈর্য ধরবেন। 

ঠিকঠাক মত অন হলে আপনি রুটেড…

 আশা করি কাজে দিবে। ধন্যবাদ।

 

By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

মোস্তফা (Mustapha) গেম খেলুন আপনার প্রিয় এন্ড্রয়েডে

মনে আছে ছোট বেলায় গেমসের দোকানে ভীড় করার কথা? ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে হয় অন্যের খেলা দেখা, না হয় নিজে খেলা। আমার যতগুলি গেম ভাল লাগত, তার মধ্যে সব থেকে বেশি ভাল লাগত Cadillacs and Dinosaurs game for android বা মুস্তফা গেমসটি। কতবার যে মার খেয়েছি এই গেমের জন্য তার কোন হিসাব নাই। পরে বাড়ি কম্পিউটার আসলে সেখানেই খেলা হত এই গেম।

 সময় পেরিয়ে এখন অনেক বড় আমি, কিন্তু এখনও মাঝে মধ্যে ঐ গেম বের করে খেলি। বেশ কিছুদিন ধরে খুজছিলাম যে এন্ড্রয়েডে এইটা পাওয়া যায় কিনা। পাচ্ছিলাম না। কিন্তু আজকে সকালে Google Play তে ঢুকে Top Free সেকশনে ঢুকতেই দেখি এই গেমটি, তাও আবার ফ্রি! তার উপরে এড. ফ্রি ভার্সন। জোস জোস জোস বলে চিৎকার করে উঠে ডাউনলোড করলাম। গেমটি এতই ভাল লাগল যে শেয়ার না করে পারলাম না।

 **আসেন গেমটার স্ক্রীনসট দেখিঃঃ




**গেমটি ডাউনলোড করতে আপনাকে যা করতে হবেঃঃঃ

 Google Play তে ঢুকে  Cadillacs and Dinosaurs লিখে সার্চ করলেই হবে। 

  গেমটি ডাউনলোড করুন: DOWNLOAD HERE

আশাকরি গেমটি আমার মত করে আপনারাও পছন্দ করবেন। গেমটির রেটিং বলে দেয় গেমটি কতটুকু ভাল! 

 

By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

আপনার এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি।

আমার অনেকেই নকিয়ার বিভিন্ন মডেলের ফোন দিয়ে পিসিতে নেট ইউস করি যে খানে আমাদের পিসি সুইট নামক একটা সফটওয়ার দরকার হয় কিন্তু এখন স্মারট ফোনের যুগ যার মধ্যে অ্যানড্রোয়েডের চালিত সেট গুলো অন্যতম। দামে কম হওয়া আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। ওনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না। তাই আমি আজ দেখাবো কি ভাবে এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি।



##যা যা লাগবে।

1. 1টি এ্যানড্রোয়েড ডিভাইস

2. ডাটা ক্যবল

3. নেট এ্যাকটিভেটেড সিম যে কোন অপারেটর

4. পিসি [উইনডোস সেভেন/এইট চালিত]

[টিউনটি সেভেন দিয়ে পরিক্ষা করা হয়েছে, এইট-এ করা হয়নি, যদি কেউ উইনডোস এইটে সফল হন তবে দয়করে কমেন্টে আমাদের কে কনফার্ম করবেন।]

**&## এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতিঃঃঃ



1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন।Home/App drawer>Settings>Applications>Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।]

2. মোবাইলের ডাটা কানকশন অরথাত সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন>>Home/App drawer>Settings>SIM Management>Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।]

3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।

4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন।Home/App drawer>Settings>Wireless & Networks>Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।

5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।

**[যারা PD-Proxy ব্যবহার করেন তারাও এভাবে পিসি থেকে নেট ব্যবহার করতে পারবেন।]**

 

 

By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host