Tuesday, March 5, 2013

~১০০% নিরাপদ~ রুট করুন আপনার Symphony Xplorer W10 স্মার্টফোন ~১০০% নিরাপদ~

বর্তমান সময়টাই হল স্মার্টফোনের যুগ। আর সিম্ফনি এই সময়ের একটি পরিচিত নাম। কম দাম এবং বেশ ভাল মানের ফোন হওয়ার কারনে আপনারা অনেকেই হয়তো সিম্ফনির স্মার্টফোন কিনেছেন। এখন কিছুদিন অ্যান্ড্রয়েড ব্যাবহার করলেই আপনি বুঝতে পারবেন যে রুট এর প্রয়োজনীয়তা টা কি।

 Symphony Xplorer W10 ফোনটি হয়তো অনেকেই কিনেছেন। ফোনটির দাম কম হলেও বেশ ভাল একটি ফোন। যারা ফোন ব্যাবহার করছেন কিন্তু এখন রুট করেন নি তাদের জন্যই আজকের এই পোস্ট।

 ~সাবধানতা~ যদিও আমি আমার অনেক কাছের বন্ধুর ফোন রুট করেছি এবং তারা অনেকদিন থেকে ফোন কোন সমস্যা ছাড়াই ব্যাবহার করছে তবুও বলে রাখি, আপনার ফোনের কোন ক্ষতির জন্য আমি দায়ী নই। আপনি যদি আপনার ফোনের ১২টা বাজিয়ে ফেলেন তারপর আমাকে দোষী করেন তাহলে আমি আপনার উপর অট্টহাসি হাসা ছাড়া আর কিছুই করতে পারব না। তবে এই পদ্ধতিতে রুট করলে তা আনরুটও করা যায় ~সাবধানতা~


 

 এখন শুরু করি প্রসেস। রুট করার জন্য আমরা ব্যাবহার করবো UnlockRoot নামের একটি সফটওয়্যার। ফোন রুট করার জন্য যতগুলো সফটওয়্যার রয়েছে সেগুলোর মধ্যে UnlockRoot ই সবথেকে নিরাপদ বলে আমি জানি। 

নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন

**এখান থেকে ডাউনলোড করুন** 

 

 নামানোর পরে ইন্সটল করে নিন।

এখন আপনার ফোনে Settings > Application > Development > USB Debugging চালু করুন। এবার আপনার ডাটা ক্যাবল দিয়ে ফোনটা পিসিতে লাগান। এবার আপনার পিসিতে ড্রাইভার ইন্সটলেশন ফেইল্ড দেখাবে। সমস্যা নেই UnlockRoot এর ভেতরেই ড্রাইভার দেওয়া আছে। এবার আনলকরুট চালু করুন। 

চালু করলে নিচের ইন্টারফেস দেখবেন

 

 এখন বড় সবুজ যে Root লেখাটা দেখছেন সেটাতে ক্লিক করুন। এবার দেখাবে Do you want to try install driver? ইয়েস করুন। ড্রাইভার ইন্সটল হলে আপনার ফোনের মডেল দেখাবে। আপনার মডেলটি সিলেক্ট করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রসেস শেষ হলে ফোন রিবুট করার কথা বলা হবে। ইয়েস করলে আপনার ফোনটা রিস্টার্ট হবে। প্রথমবার অন হতে সময় লাগবে তাই ধৈর্য ধরবেন। 

ঠিকঠাক মত অন হলে আপনি রুটেড…

 আশা করি কাজে দিবে। ধন্যবাদ।

 

By Admin : Al Islam Akash

Any Need Dial  At= +8801685688170 or email me at akashbd1997@gmail.com

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host