আসসালামু আলাইকুম,ভুল হলে বলবেন।
****লিঙ্ক এ ঢুকলে উপরে ডান পাশ থেকে SKIP AD এ ক্লিক করুন******
২। ফোনকে ব্লু -টুথ বা ডাটা ক্যাবলের সাহায্যে ল্যাপটপ/পিসি তে কানেক্ট করুন ও CWM-6102.zip ফাইলটি ফোনের এসডি কার্ড রুটে (রুট ফোল্ডার) কপি করুন।
৩। রিকভারীতে রিবুট করুন - ফোনের পাওয়ার অফ করুন, এবার হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে পাওয়ার অন করুন স্যামসাং এর লোগো স্ক্রিন দেখা পর্যন্ত। তারপর বাটনগুলো ছেড়ে দিন।
৪। update from sdcard অপশনে যান।
৫। এখানে CWM-for galaxy y dous.zip সিলেক্ট করুন।
হয়ে গেল ক্লকওয়ার্কমড রিকভারী সেট আপ করা। এখানে মনে রাখতে হবে, রিকভারী স্ক্রিনে টাচস্ক্রিন কাজ করে না। ভলিউম কি (নেভিগেশন) উপরে বা নিচে চেপে আপনি উপরে বা নিচে যাবেন আর হোম কি (এন্টার) চেপে আপনি কোন অপশন বেছে নিতে পারবেন।
১। এস ডি কার্ডের রুটে update.zip নামের এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে কপি করুন।
২। ফোনের পাওয়ার অফ করুন।
৩। হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে রিকভারী স্ক্রিনে আসুন।
৪। এখানে select update.zip from sdcard অপশনে যান।
৫। 'update.zip' সিলেক্ট করুন।
১। আমি ধরেই নিলাম আপনার মোবাইল রুট করাই আছে সাথে Phone Backup আর Memory Card Backup আপনার পিসিতে কপি করে রেখেছেন। এখন গুগল প্লে থেকে ডাউনলোড করে নিন।
২। ফোনের পাওয়ার অফ করুন।
৩। ফোনের পাওয়ার অফ করুন, এবার হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে পাওয়ার অন করুন স্যামসাং এর লোগো স্ক্রিন দেখা পর্যন্ত। তারপর বাটনগুলো ছেড়ে দিন।
৪। update from sdcard অপশনে যান।
৫। এখানে CWM-6102.zip সিলেক্ট করুন।
৬। নতুন মেনু থকে Advanced সিলেক্ট করুন।
৭। স্ক্রীনের উপর লেখা দেখবেন Advanced and Debugging , এখান থেকে Partition SD Card সিলেক্ট করুন।
৮। স্ক্রীনে দেখবেন For Ext Size লেখা আছে, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করুন, সর্বোচ্চ ১GB পর্যন্ত দিলে ভাল হয়, এতে Stability থাকে।
৯। পরবর্তি স্ক্রীনে দেখবেন লেখা Swap Size, এখান থেকে 0 select করুন।
১০। পার্টিশন হউয়ার জন্য কিছুক্ষণ আপেক্ষা করুন।
১১। এর পর সিলেক্ট করুন Reboot Recovery > Reboot System Now ।
১২। এবার মোবাইল অন হওয়ার পর Link2SD অন করুন আর Choice করুন Recreate mount script >> ext3
১৩। মোবাইল রিষ্টার্ট করুন। আর এখন আরামছে আপনার মোবাইলের সব সফটওয়ার কার্ডে কপি করতে পারবেন প্লাস নতুন যত ইন্সটল করবেন সব কার্ডের ওই ১GB তে ইন্সটল হবে।
[[একটি তথ্য, Memory card এ আমাদের কিছু ফোল্ডার থাকে যেগুলোর আগে . দেয়া থাকে ফলে খালি চোখে(!) দেখা যায় না। অগুলো হিডেন থাকে। ওগুলো ভাল করে Preserve করবেন এতে করে কোন অ্যাপ নষ্ট হবে না, ডাটা রিষ্টোর করার সময় অগুলো আগে করবেন :p]]
রুট/আনরুট ও ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটলঃ
প্রথমে
প্রয়োজন হবে ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটল করার। যারা নতুন তাদের
জ্ঞাতার্থে ক্লকওয়ার্কমড রিকভারী হল একটা এন্ড্রয়েড রিকভারী কনসোল যা বুট
পার্টিশনে অবস্থান করে। অরিজিনাল রিকভারী কনসোল দিয়ে ফ্যাক্টরি রিসেট,
ব্যাকআপ/রিস্টোর এই রকমের মাত্র কয়েকটি কাজ করা যায় আর ক্লকওয়ার্কমড
রিকভারী দিয়ে পার্টিশন,ন্যানড্রয়েড ব্যাকআপ, কাস্টম রম, কার্নেল, মড ইন্সটল ইত্যাদি এডভান্সড ফিচারগুলো করা যায়।
ক্লকওয়ার্কমড রিকভারী ইন্সটলঃ (ভার্সন ৫.০.২.৬)
১। আপনার ক্লকওয়ার্কমড রিকভারী জিপ (CWM-for galaxy y dous.zip) এখান থেকে ডাউনলোড করুন****লিঙ্ক এ ঢুকলে উপরে ডান পাশ থেকে SKIP AD এ ক্লিক করুন******
২। ফোনকে ব্লু -টুথ বা ডাটা ক্যাবলের সাহায্যে ল্যাপটপ/পিসি তে কানেক্ট করুন ও CWM-6102.zip ফাইলটি ফোনের এসডি কার্ড রুটে (রুট ফোল্ডার) কপি করুন।
৩। রিকভারীতে রিবুট করুন - ফোনের পাওয়ার অফ করুন, এবার হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে পাওয়ার অন করুন স্যামসাং এর লোগো স্ক্রিন দেখা পর্যন্ত। তারপর বাটনগুলো ছেড়ে দিন।
৪। update from sdcard অপশনে যান।
৫। এখানে CWM-for galaxy y dous.zip সিলেক্ট করুন।
হয়ে গেল ক্লকওয়ার্কমড রিকভারী সেট আপ করা। এখানে মনে রাখতে হবে, রিকভারী স্ক্রিনে টাচস্ক্রিন কাজ করে না। ভলিউম কি (নেভিগেশন) উপরে বা নিচে চেপে আপনি উপরে বা নিচে যাবেন আর হোম কি (এন্টার) চেপে আপনি কোন অপশন বেছে নিতে পারবেন।
রুট করাঃ
সবকিছুর আগে ক্লকওয়ার্কমড রিকভারীতে গিয়ে একটা ব্যাকআপ করে নেয়া ভাল। এরপর যা করবেনঃ১। এস ডি কার্ডের রুটে update.zip নামের এই ফাইলটি এখান থেকে ডাউনলোড করে কপি করুন।
২। ফোনের পাওয়ার অফ করুন।
৩। হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে রিকভারী স্ক্রিনে আসুন।
৪। এখানে select update.zip from sdcard অপশনে যান।
৫। 'update.zip' সিলেক্ট করুন।
Internal Memory বাড়ানোঃ
একটা কথা বলে রাখা ভাল, এর পর যা হতে যাচ্ছে খুবই সতর্কতার সাথে করতে হবে। কারন একটু ভুল করলে কিংবা Process চলার সময় মোবাইল অফ করলে বা অফ হয়ে গেলে Memory Card নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সতর্কতার সাথে করতে হয় এবং কাজ শুরুর আগে মোবাইল ফুল চার্জ দিয়ে নিতে হয়। এছাড়া আর একটা কথা যানা কথাই, পার্টিশন দিলে সব ডিলিট হয়ে যাবে। তাই মেমরী কার্ডের ফুল Back Up(Including CWM-for galaxy y dous) আপনার পিসিতে কপি করে রাখবেন। আর মেমরী কার্ড কম করে হলেও যাতে ৪ বা ৮ GB হয়। কারন এর ১GB আর আপনার ব্যাবহারের উপযোগি থাকবে না।১। আমি ধরেই নিলাম আপনার মোবাইল রুট করাই আছে সাথে Phone Backup আর Memory Card Backup আপনার পিসিতে কপি করে রেখেছেন। এখন গুগল প্লে থেকে ডাউনলোড করে নিন।
২। ফোনের পাওয়ার অফ করুন।
৩। ফোনের পাওয়ার অফ করুন, এবার হোম কি + ভলিউম আপ কি + পাওয়ার কি একসাথে চেপে পাওয়ার অন করুন স্যামসাং এর লোগো স্ক্রিন দেখা পর্যন্ত। তারপর বাটনগুলো ছেড়ে দিন।
৪। update from sdcard অপশনে যান।
৫। এখানে CWM-6102.zip সিলেক্ট করুন।
৬। নতুন মেনু থকে Advanced সিলেক্ট করুন।
৭। স্ক্রীনের উপর লেখা দেখবেন Advanced and Debugging , এখান থেকে Partition SD Card সিলেক্ট করুন।
৮। স্ক্রীনে দেখবেন For Ext Size লেখা আছে, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করুন, সর্বোচ্চ ১GB পর্যন্ত দিলে ভাল হয়, এতে Stability থাকে।
৯। পরবর্তি স্ক্রীনে দেখবেন লেখা Swap Size, এখান থেকে 0 select করুন।
১০। পার্টিশন হউয়ার জন্য কিছুক্ষণ আপেক্ষা করুন।
১১। এর পর সিলেক্ট করুন Reboot Recovery > Reboot System Now ।
১২। এবার মোবাইল অন হওয়ার পর Link2SD অন করুন আর Choice করুন Recreate mount script >> ext3
১৩। মোবাইল রিষ্টার্ট করুন। আর এখন আরামছে আপনার মোবাইলের সব সফটওয়ার কার্ডে কপি করতে পারবেন প্লাস নতুন যত ইন্সটল করবেন সব কার্ডের ওই ১GB তে ইন্সটল হবে।
[[একটি তথ্য, Memory card এ আমাদের কিছু ফোল্ডার থাকে যেগুলোর আগে . দেয়া থাকে ফলে খালি চোখে(!) দেখা যায় না। অগুলো হিডেন থাকে। ওগুলো ভাল করে Preserve করবেন এতে করে কোন অ্যাপ নষ্ট হবে না, ডাটা রিষ্টোর করার সময় অগুলো আগে করবেন :p]]
0 comments:
Post a Comment