Saturday, January 12, 2013

শীঘ্রই আসছে "SONY" পানি প্রতিরোধক স্মার্টফোন !

মোবাইল ফোন আমাদের নিত্যদিনের জীবনে একটি অনেক গুরুত্বপূর্ণ ডিভাইস হিসেবে পরিণত হয়েছে। বর্তমানে এখন এমন অবস্থা, মোবাইল ব্যবহারকারীরা তাদের মোবাইলটিকে কখনোই আলাদা করেন না নিজের থেকে। যেন এটা তাদের জীবন সাথী। কিন্তু যখন সেই মোবাইল নিয়ে আমরা নানান কাজে বেড়িয়ে পড়ি তখন রাস্তার ধুলাবালি আমাদের মোবাইলগুলোর সংস্পর্শে এসে তাতে জমতে শুরু করে। এছাড়াও অনেক সময় অনাকাংখিত বৃষ্টির কারণে মোবাইলটি ভিজে গিয়ে আদরের মোবাইলটি নষ্টও হয়ে যেতে পারে।




আর একথা মাথায় রেখেই সনি ২০১৩ সালে সবাইকে নতুন চমক দিতে উপস্থাপন করে পানি ও ধুলা রোধক নতুন স্মার্টফোন। মূলত এই ফোনের কভারের উপর ব্যবহার করা হয়েছে একটি বিশেষ ধরনের কাঁচের প্রলেপ যার কারণে ফোনের ভেতর পানি প্রবেশের কোন উপায় নেই। যার ফলে যেকোন ধরনের দুর্ঘটনা বা বৃষ্টিতেও ফোনটি থাকবে সম্পূর্ণ হেফাজতে। আর সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো এই ফোনের উপর কোন ধুলাবালিও জমতে পারবে না।


তবে এর বডিতে যদি আপনি চমকে যান তাহলে কিন্তু চলবে না। কেননা এই সেটের কনফিগারেশন আরো চমকের মতো। এতে রয়েছে শক্তিশালী কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৫ ইঞ্চির বিশাল পর্দা জুড়ে রয়েছে ১০৮০ পিক্সেল (1080 p) ডিসপ্লে। যাতে উপভোগ করতে পারবেন সত্যিকারের হাইডেফিনেশন ভিডিও-র মজা। শুধু তাই নয় রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যা আপনার একটি ডিজিটাল ক্যামেরার অভাব পূরণ করবে নিমিষেই। ফোনটিকে আরো শক্তিশালী করে তোলার জন্য এতে রয়েছে চতুর্থ প্রজন্মের  (4G) এলটিই নেটওয়ার্ক। আর মোবাইলের চার্জ সংরক্ষণের জন্য ব্যাটারি স্ট্যামিনা নামক একটি নতুন ফিচার যুক্ত করায় আগের চেয়ে বেশী ব্যাটারী ব্যাকআপ থাকবে। এছাড়াও সনির নতুন টিভিগুলোর সব কিছু নিয়ন্ত্রনের জন্য রিমোট কন্ট্রোল হিসেবেও এই ফোনটিকে ব্যবহার করতে পারবেন।
তবে ফোনটির দাম এখনো জানায় নি সনি। তবে খুব শিগ্রহই এটি বাজারে আসবে বলে আশা করছেন অনেকেই।

—–ভালো থাকুন – সুস্থ থাকুন——

 ————আল্লাহ্‌ হাফেজ————

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host