Tuesday, May 28, 2013

Root Tutorial: রুট করুন আপনার Walton Primo N1/Primo X1



Root Tutorial: রুট করুন আপনার Walton Primo N1/Primo X1


অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটের অন্যতম প্রধান সুবিধা হলো এর রুট অ্যাক্সেসের সহজলভ্যতা। একেক ডিভাইসের ক্ষেত্রে একেক রকম হলেও মূলত প্রায় সব অ্যান্ড্রয়েড ডিভাইসই রুট করা যায়। আর রুট অ্যাক্সেস পাওয়ার মাধ্যমে ডিভাইসের প্রস্তুতকারক যেসব বাধার সৃষ্টি করে রাখেন সেগুলো অতিক্রম করে ডিভাইসের আসল অভিজ্ঞতা পাওয়া সম্ভব হয়। এগুলোর মধ্যে রয়েছে ডিভাইস ওভারক্লক/আন্ডারক্লক করা, কাস্টম রম ব্যবহার করা, ইন্টারনাল স্টোরেজ বাড়ানো ইত্যাদি।
কিন্তু এসব করতে হলে আগে রুট অ্যাক্সেস পেতে হবে। ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ ব্যবহারকারীদের মধ্যে কেউ যদি তাদের ডিভাইস রুট করতে চান, তাহলে আজকের নতুন এই টুলটি কাজে লাগবেই।
তবে রুট করতে যাওয়ার আগে কিছু বিষয় জেনে নেয়া উচিৎ। এগুলো হলোঃ

জেনে নেয়া প্রয়োজন

  • রুট কী ও কেন।
  • রুট করলে ফোনের ওয়ারেন্টি চলে যাবে।
  • এই টুলটি অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ তৈরি করেনি। তাই নিজ দায়িত্বে অনুসরণ করবেন।
  • প্রয়োজনেঃ ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১-এর ড্রাইভার, ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল। রুট করতে প্রয়োজনীয় নয় তবে রুটের পর অ্যাডভান্সড কাজ করতে গিয়ে ঝামেলা বাঁধালে মূল ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে কাজে লাগবে।
  • এটি কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করবে। (উইন্ডোজ ৭/৮)

রুট করার পালা

ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ রুট করার পদ্ধতি একই। তাই আপনার ডিভাইস যেটিই হোক না কেন, প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে নিন।

রুট করার পালা

ওয়াল্টন প্রিমো এন১ ও এক্স১ রুট করার পদ্ধতি একই। তাই আপনার ডিভাইস যেটিই হোক না কেন, প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করে নিন।

কীভাবে রুট করবেন

ফাইলটি ডাউনলোড করলে এতে দু’টি ফোল্ডার পাবেন। এর একটি ফোল্ডারে দেয়া আছে ইউএসবি ড্রাইভারস এবং অন্যটিতে রয়েছে মূল অ্যাপ্লিকেশন। রুট করার আগে প্রথমবার ইউএসবি ড্রাইভার ইন্সটল করতে হলে usb_drivers ফোল্ডারে থাকা  android_winusb ফাইলটিতে রাইট ক্লিক করুন এবং ইন্সটল-এ ক্লিক করুন।


এবার ফোন থেকে সেটিংস -> ডেভেলপার অপশনস -> ইউএসবি ডিবাগিং চেকবক্সটিতে চেক দিন। এবার আপনি মূল অ্যাপ্লিকেশনটি রান করতে পারেন।

অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি দেখতে নিচের মতো। সাধারণ সফটওয়্যার ইন্সটলের মতোই এতে নেক্সট বাটন চেপে পরবর্তী ধাপসমূহে যেতে পারবেন।

walton primo root

প্রথম স্ক্রিনেই রুট সংক্রান্ত যাবতীয় সতর্কতা দেয়া রয়েছে। রুট করার চেষ্টা করার আগে অবশ্যই সেগুলো পড়ে নিবেন।

walton primo root

পরবর্তী পদক্ষেপে আপনার কম্পিউটারে ইউএসবি ড্রাইভার ইন্সটল করা আছে কি না তা নিশ্চিত করতে বলা হবে।

walton primo root

এরপরের স্ক্রিনে পাবেন ইউএসবি ডিবাগিং চালু করার বার্তা। যেহেতু আমরা ইতোমধ্যেই সেটাও করেছি, কাজেই নেক্সট বাটনে ক্লিক করুন।

walton primo root

এবার ফোনটি ইউএসবি ক্যাবলের মাধ্যমে পিসিতে কানেক্ট করুন এবং ভেরিফাই ডিভাইস কানেক্টিভিটি বাটনে ক্লিক করুন। ডিভাইস স্ট্যাটাস অনলাইন দেখালে নেক্সট বাটন চাপুন।

walton primo root

এবার রুট বাটনে ক্লিক করার পালা।

walton primo x1 root

রুট বাটনে ক্লিক করলে আপনার ফোনে রুটিং প্রসেস শুরু হবে এবং শেষ হলে একটি কনফার্মেশন বার্তা পাবেন।


walton primo n1 root


walton primo x1 root

সবশেষে ফোন রুট হয়েছে কি না তা ভেরিফাই করতে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখতে পারেন।

root walton primo

এ পর্যায়ে আপনার ফোনটি রুট অ্যাক্সেস পেয়েছে।

 আপনার ওয়াল্টন প্রিমো এন১/এক্স১ রুট করার কথা ভাবছেন কি? কেন/কেন না, মন্তব্যের ঘরে আমাদের জানান।

Sunday, May 19, 2013

এবার স্ক্রিন শট নিন আপনার এন্ড্রয়েড ফোনের রুট ছাড়াই । ১০০% পরীক্ষিত ।

(যাদের হট কি দিয়ে স্ক্রিন শট নেওয়া যায়না , পোস্ট টি শুধু তাদের জন্য )




স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে যা করা লাগবে। 

১ প্রথমে এখান থেকে এই এপ্স টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করুন (Download .apk) । (কোন রুটের প্রয়োজন নেই )

২ তারপর প্রয়োজন হবে একটি কম্পিটার এর এজন্য কম্পিটার আপনার না থাকলেও হবে কারণ প্রয়োজন হবে মাত্র একবার  তাই আপনি কাজটা সাইবারক্যাফ বা বন্ধুর কম্পিটার থেকে সেরে নিতে পারেন ।

৩ এবার এই এপ্স টি ডাউনলোড করে পিছি তে ইন্সটল করুন (Download .exe )।

৪ এবার USB ক্যাবল দিয়ে পিছির সাথে ফোন টি কানেক্ট করুন ।

৫ এবার আপনার ফোন USB debugging এনাবেল করুন (Setting>Applications>Development>USB debugging এ টিক চিহ্ন দিন )

৬ এবার পিছিতে কানেক্ট থাকা অবস্থায় আপনার ফোন রিস্টার্ট দিন ,এবং পিছি থেকে screenshot It ওপেন করুন কিছুক্ষন অপেক্ষা করে এনাবেল অপশন পাবেন নিচের ছবির মত এনাবেল করে দিন ।



এবার ফোন পিছি থেকে ডিসকানেক্ট করে দিন।

এবং ফোনে ইন্সটলকৃত No Root screenshot এপ্স টি ওপেন করে ইচ্ছে মত স্ক্রিন শট নিন । এবং তা শেয়ার করুন ব্লুটুথ,মেইল ,ফেসবুক,ল্যান এবং অন্যান্য সকল থার্ড পার্টি এপ্স দিয়ে ।

আমি প্রিমো তে পরিক্ষা করেছি , এই টিউন টি আপনার ফোনে কাজ করলে কমেন্ট করতে ভুলবেন না ।










ওয়াল্টন রিলিজ দিলো Primo X1 ও N1-এর Firmware, Flashtool এবং Driver  ওয়াল্টন রিলিজ দিলো Primo X1 ও N1-এর Firmware, Flashtool এবং Driver

walton primo

দেশী ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের বাজার মাত করে রাখা কোম্পানি ওয়াল্টন সম্প্রতি রিলিজ করেছে তাদের সাম্প্রতিক দু’টি অ্যান্ড্রয়েড ফোন প্রিমো এক্স১ ও প্রিমো এন১-এর ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল এবং ড্রাইভার। কোম্পানিটি তাদের নিজস্ব ফোরামে এই দু’টি ফোনের ড্রাইভার ইন্সটল ও ফ্ল্যাশটুল ব্যবহার করে নতুন ফার্মওয়্যার ফ্ল্যাশ করার টিউটোরিয়াল প্রকাশ করেছে।


ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল রিলিজ করার সবচেয়ে বড় সুবিধা হলো ডিভাইস নিয়ে অ্যাডভান্সড কাজ করতে গিয়ে কোনো কারণে ব্রিক হয়ে গেলে বা সফটওয়্যার ক্ষতিগ্রস্থ হলে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার মাধ্যমে নিমিষেই ডিভাইস একেবারে নতুনের পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়। বিশেষ করে ডেভেলপারদের ফার্মওয়্যার কাজে আসলেও সাধারণ ব্যবহারকারীও যদি কোনো কারণে ডিভাইস ব্রিক করে ফেলেন, সেক্ষেত্রে ফার্মওয়্যার হয়ে থাকে শেষ ভরসা।

অন্য কথায়, ফার্মওয়্যার থাকলে ডিভাইস সফট ব্রিক হলে তা ঠিক করা যাবেই এই নিশ্চয়তা পাওয়া যায়।
ওয়াল্টন এর আগে অ্যান্ড্রয়েড কথন-কে জানায়, দেশীয় ব্র্যান্ড হিসেবে তারা তাদের ডিভাইসগুলো নিয়ে ডেভেলপার ও আগ্রহী ব্যবহারকারীদের যে কোনো ধরনের এক্সপেরিমেন্টের সুযোগ দিতে আগ্রহী। এ কারণেই তারা তাদের প্রিমো সিরিজের প্রায় প্রতিটি ফোনের ড্রাইভার, ফ্ল্যাশটুল ও ফার্মওয়্যার মুক্তি দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে আসা প্রিমো এক্স১ এবং প্রিমো এন১-এর এসব ফাইল মুক্তি দিয়েছে ওয়াল্টন।

ওয়াল্টন প্রিমো সিরিজের এই দুইটি ফোনের ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল ও ড্রাইভার ডাউনলোড করতে নিচের লিংকগুলো অনুসরণ করুনঃ

                                         ওয়াল্টন প্রিমো এক্স১  ওয়াল্টন প্রিমো এন১ 

ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল রিলিজ করা সম্পর্কে আপনার মতামত মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না।

মাইক্রোম্যাক্স আনলো নতুন ফ্যাবলেট, Canvas Doodle



ক্যানভাস ডুডল

বর্তমান স্মার্টফোন জগতে মাইক্রোম্যাক্স একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড বলা চলে। ভারতীয় ব্র্যান্ড হলেও এটি এরই মধ্যে নিজের দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে মুল ধারার ব্রান্ডগুলোর সাথে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। ক্যানভাস সিরিজের স্মার্টফোনগুলো দিয়েই মূলত এদের জনপ্রিয়তার শুরু। ক্যানভাস ২ এদের অন্যতম ব্যবসাসফল ডিভাইস এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে এরা বাজারে নিয়ে আসে আরও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ ক্যানভাস এইচডি। ক্যানভাস এইচডি এর রেশ কাটতে না কাটতেই এবার অনেকটা চুপিসারে মাইক্রোম্যাক্স নিয়ে এলো ক্যানভাস সিরিজের নতুন আকর্ষণ ‘ক্যানভাস ডুডল’।


অফিসিয়াল কোন ঘোষণা যদিও এখন পর্যন্ত পাওয়া যায়নি, সম্প্রতি মাইক্রোম্যাক্সের নিজস্ব ওয়েবসাইট এবং অনলাইন স্টোরে নতুন এ ফ্যাবলেটটির দেখা মিলেছে। অনলাইন স্টোর অনুযায়ী এর দাম ১২,৯৯৯ ইন্ডিয়ান রুপি। ডিভাইসটির মূল আকর্ষণ হলো এর সাথে থাকা সুদৃশ্য স্টাইলাস স্কেচ পেন যেটি দিয়ে ডিভাইসে থাকা এভারনোট অ্যাপ ব্যবহার করে স্কেচ এঁকে নেয়া যাবে নিমেষেই। শুধু তাই নয়, এর দারুণ ডিজাইন এবং ৫.৩ ইঞ্চির বিশাল পর্দা এতে নতুন মাত্রা যোগ করেছে।

canvas doodle

অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন-চালিত ফ্যাবলেটটির শক্তি যোগাতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট র‌্যাম। অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, ৩জি কানেক্টিভিটি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগা পিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। নিচে এক নজরে Micromax Canvas Doodle কনফিগারেশন দেয়া হল-
  • অ্যান্ড্রয়েড ৪.১.২ জেলি বিন
  • ডুয়াল সিম (২জি+৩জি), ২জি (জিএসএম ৯০০,১৮০০ মেগাহার্জ), ৩জি (ডব্লিউসিডিএমএ ২১০০ মেগাহার্জ)
  • ৫.৩ ইঞ্চি ক্যাপাসিটিটিভ মাল্টি টাচ স্ক্রিন
  • ১.২ গিগাহার্জ কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ৪ MSM8225Q সিপিইউ
  • ৫১২ মেগাবাইট র‌্যাম
  • ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট
  • ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, অটো ফোকাস, এলইডি ফ্ল্যাশ, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  • ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, এইচডিএমআই, এফএম রেডিও, ৩.৫ এমএম অডিও জ্যাক, জিপিএস
  • সেন্সরস- গ্র্যাভিটি, লাইট, প্রক্সিমিটি
  • ২১০০ এমএএইচ ব্যাটারি, ৬.৫ ঘণ্টা পর্যন্ত টক টাইম এবং ২২০ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম
canvas doodle

লক্ষ্যণীয় বিষয় হলো, মাইক্রোম্যাক্স প্রথমবারের মতো এ ডিভাইসে মিডিয়াটেক চিপসেটের পরিবর্তে কোয়ালকম চিপসেট ব্যবহার করেছে। শুধু তাই নয়, এতে বিল্ট ইন এইচডিএমআই সুবিধাও রাখা হয়েছে যেটি ব্যবহারকারীদের খুব সহজে তাদের ডিভাইস কে এইচডিএমআই সুবিধা সম্পন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে সাহায্য করবে এবং ব্যবহারকারীরা আরও বড় পর্দায় গেমিং কিংবা ভিডিও উপভোগ করতে পারবেন।

তবে ৫১২ মেগাবাইট র‌্যাম এরকম কনফিগারেশনের ডিভাইসের তুলনায় সত্যিই কম। ১ গিগাবাইট র্যা ম ডিভাইসটিকে আরও অনেক আকর্ষণীয় করতে পারত। স্টাইলাস সুবিধা, ৫.৩ ইঞ্চির আকর্ষণীয় বিশাল পর্দা থাকা সত্ত্বেও বাজারে বিদ্যমান অন্যান্য সমমানের কোয়াড কোর ফোনগুলোর সাথে শুধু মাত্র র্যারম কম থাকার কারণে ডুডল কে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে।

যেহেতু এখন পর্যন্ত অফিসিয়াল কোন ঘোষণা মাইক্রোম্যাক্স দেয় নি সেহেতু ধারনা করা যায় অচিরেই অফিসিয়াল ঘোষণা নিয়ে মাইক্রোম্যাক্স আমাদের সামনে হাজির হবে। তবে বাংলাদেশের বাজারে ডিভাইসটি আসতে বেশ সময় লাগবে বলে আমাদের ধারনা।
৫.৩ ইঞ্চি ডিসপ্লে প্যানেল সাথে আকর্ষণীয় স্টাইলাস স্কেচ পেন, এইচডিএম আই ফিচার সমৃদ্ধ ফ্যাব্লেট ফোনটি নিয়ে আপনাদের মতামত কি? মন্তব্যের ঘরে লিখে পাঠান। আরও নতুন নতুন খবর জানতে আমাদের সাথেই থাকুন।

Sunday, May 12, 2013

এন্ড্র্যয়েড এর অসাধারণ মিউজিক প্লেয়ার MAVEN Music Player (3D,Lyrics) With Download Link

MAVEN  মিউজিক  প্লেয়ার সঙ্গে একটি মিউজিক ট্রিপ নিন  এবং তার চমতকার নিয়ন্ত্রণ বৈশিষ্ট্য এবং অপরাজেয় অডিও মান যা আপনাকে করবে বিমোহিত।এটার মূল বৈশিষ্ট্য হল এটার 3D sound effect যা অনেক শক্তিশালী এবং  চমত্কার। এর সাথে আপনি পাচ্ছেন real time synchronized lyrics।



MAVEN Music Player (3D,Lyrics) v1.3.27
Requirements: Android 2.2+



অডিও ফরমেট সমর্থন:  MP3, OGG, WAV, MP4, m4a, FLAC (WMA সমর্থন করে না )
(প্রধান বৈশিষ্ট্য)
  • 1. MAVEN ইফেক্ট  (3D সাউন্ড)
  • 2. ইকুয়ালাইজার এর রেসপন্স কার্ভ
  • 3. ভলিউম কন্ট্রোল (মিডিয়া ভলিউম, প্রাক ভলিউম)
  • 4. Alsong প্লাগিন এর মাধ্যমে গান সার্চ (ALsong বা ID3 ট্যাগ দ্বারা শর্ত থাকে) সহ ট্যাগে গান প্রদর্শন
  • 5. উজ্জ্বলতা নিয়ন্ত্রণ
  • 6. Artits, অ্যালবাম, গান, প্লেলিস্ট, ঘরানার এবং ফোল্ডার দ্বারা সঙ্গীত খেলুন
  • 7. গান খোঁজা
  • 8. গান Rescan
  • 9. প্লেলিস্ট ব্যবস্থাপনা
  • 10. মাল্টি প্লে তালিকাতে নির্বাচন মুছে ফেলুন
  • 11. পুনঃনামকরণ
  • 12. একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন এবং Suffle
  • 13. কনফিগার উইজেট  3  ধরনের (ফাইলের আকার: 4 × 1, 4 × 2, 4 × 4)
  • 14. ব্লুটুথ কন্ট্রোল
  • 15. লক Screeen
  • 17. টাইমার
  • 18. রিংটোন
  • 19. এসডি কার্ড মুভিং
  • 20. খেলুন, ভলিউম, প্রভাব সাহায্য

Language Translations

  • 1. English
  • 2. Korean
  • 3. Chinese
  • 4. Japanese

ডাউনলোড লিঙ্ক:

১। Zippyshare Link 

২। 4Shared Link 

Friday, May 10, 2013

রুট টিউটোরিয়ালঃ Root Symphony W125





rootingandroid

 অ্যান্ড্রয়েডের সূচনা থেকেই একটি শব্দ একেবারে ওতপ্রোতভাবে জড়িত; আর সেটি হচ্ছে রুট। আগে ততো দেখা না গেলেও আজকাল ওয়ারেন্টির তোয়াক্কা না করেই অনেকে প্রথমেই রুট করে ফেলেন।


রুট করার সুবিধা ও এর মাধ্যমে কী কী করা যায় তা নিশ্চয়ই এতোদিনে জেনে গেছেন, আর না জানলেও উপরের লিঙ্কটি পড়ার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু সিম্ফনি ডব্লিউ ১২৫  সেটটি কি আসলেই রুট করা প্রয়োজন? চলুন দেখে নেয়া যাক আগে কেন আপনি ওয়ারেন্টির তোয়াক্কা না করে এই ডিভাইস রুট করতে চাইবেন।
  • TWRP/CWM রিকভারি ফ্ল্যাশ Mobile Uncle MTK Tools ইন্সটল।
  • Titanium Backup ব্যবহার; ইউটিউবসহ বিভিন্ন ব্লকড সাইট দেখতে DroidVPN ব্যবহার।
  • অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপ্লিকেশন মুছে ফেলা ইত্যাদি।

অনেকেই লিংক২এসডি’র মাধ্যমে ইন্টারনাল মেমোরি বাড়ানোর কথা ভাববেন। কিন্তু যেহেতু সেটটিতে ডাটা পার্টিশন ১ গিগাবাইট দেয়াই আছে, সেহেতু Link2SD এর প্রয়োজনীয়তা নেই বললেই চলে।

রুট করার প্রক্রিয়া

যা যা লাগবেঃ

ফাইলটি আনজিপ করে নিন, এই রকম হবে।


এবার ফোনটিতে ইউএসবি ডিবাগিং অন করুন। মেনু থেকে সেটিংসে যান, স্ক্রল ডাউন করে Develover Options এ গিয়ে USB Debugging টিক দিন। এবার একটি ডায়ালগ বক্স আসবে সেটাতে ইয়েস দিয়ে বেরিয়ে আসুন।
এরপর ফোনটি পিসির সাথে কানেক্ট করুন। এরপরের অনেকগুলো ধাপ লিনাক্স ব্যবহারকারীরা বাদ দিয়ে যেতে পারেন। সোজা রুটিং-এ চলে যান।

ড্রাইভার ইন্সটল

- My Computer খুলুন।

- System Properties ক্লিক করুন।


- Device Manager ক্লিক করুন



- এখানে Fly IQ446 আছে কারণ আমার Symphony W125-এ ওটার ফার্মওয়্যার ফ্ল্যাশ করা। আপনার ক্ষেত্রে ওখানে Symphony W125 আসবে। ওখানে রাইট ক্লিক করুন ও Update Device Software দিন।



- Browse My Computer For Driver Software ক্লিক করুন



- Let me pick from a list of device drivers on my computer ক্লিক করুন।



- show all devices ক্লিক করে next দিন।



- এবার Have Disk ক্লিক করুন



- Browse ক্লিক করুন



- এবার যে ফোল্ডারে ডাউনলোড করা ফাইলগুলো রেখেছেন সেখানে ঢুকুন Locate File উইন্ডো থেকে, ওখানে গিয়ে usb_driver ফোল্ডারে ঢুকে android_winusb ফাইলটি ক্লিক করে ওপেন ক্লিক করুন।



- OK ক্লিক করুন।



Android ADB Interface ক্লিক করে next ক্লিক করুন।



- ২টা উইন্ডো আসতে পারে, একটায় OK দিবেন আর আরেকটা যদি আসে Install this driver anyway দিবেন।
- নিচের স্ক্রিনটি আসলে আপনার ড্রাইভার ইন্সটলের কাজ শেষ।


Root Symphony W125

- ডাউনলোড করা ফাইলগুলোতে যান।


- run ফাইলটি চালান (লিনাক্স ব্যবহারকারিরা Terminal থেকে ওই ফোল্ডারের আগের ফোল্ডারে গিয়ে chmod 777 -R w125 root করে এবার w125 root ফোল্ডারের থেকে sudo sh run.sh দিয়ে চালাবেন); লিনাক্স কমান্ডের সঙ্গে পরিচিত না থাকলে এই কাজগুলো উইন্ডোজেই করার পরামর্শ থাকলো।
- ফোনটি লাগানো না থাকলে লাগিয়ে নিন, Debugging অবশ্যই অন থাকতে হবে। এই উইন্ডোতে এন্টার চাপুন।



- অপেক্ষা করুন এটি আসা পর্যন্ত। আমার ডিভাইস রুট করা ছিল তাই Failed দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে successful দেখাবে।




- এন্টার দিন। আপনার ফোন রিবুট করবে। আপনার রুট করা হয়ে গিয়েছে!
- ফোনের মেনুতে দেখুন SuperSU একটা অ্যাপ্লিকেশন এসেছে। তার মানেই আপনার ডিভাইস রুটেড!
এবার যে কোনও রুট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, যেমন Mobile Uncle MTK Tools দিয়ে TWRP ফ্ল্যাশ!



TWRP রিকভারি ফ্ল্যাশের পদ্ধতি

এই অংশটি এক্সপেরিমেন্টাল। সব ডব্লিউ ১২৫ ইউনিটে কাজ নাও করতে পারে। এই রিকভারি অনেকাংশেই ক্লকওয়ার্কমড রিকভারির চেয়ে অ্যাডভান্সড, সহজ এবং অধিক সুবিধা-সম্পন্ন। আমাদের ইউনিটে কাজ করলেও অনেকে জানিয়েছেন তাদের ইউনিটে কাজ করেনি। তাই নিজ দায়িত্বে অনুসরণের অনুরোধ রইলো।
TWRP ফ্ল্যাশ করতে হলে এই ফাইলটি ডাউনলোড করে নিন/মিরর লিঙ্ক। এরপর আনজিপ করে recovery.img ফাইলটি আপনার sdcard এ রাখুন (যাদের এক্সটারনাল এসডিকার্ড নেই তারা ফোন স্টোরেজে রাখতে পারেন)।


প্লে স্টোর থেকে Mobileuncle MTK Tools ইন্সটল করে নিন ফোনে। ইন্সটল শেষে সেটি ওপেন করুন।



অ্যাপ্লিকেশনটি রান করে recovery update টাচ করুন। তারপর recovery.img টাচ করুন।




Ok দিন, দিয়ে আবার OK দিন, দেখবেন ফোন TWRP মোডে চলে এসেছে।
এখন আপনার ফোনে কাস্টম রিকভারিও ইন্সটল করা হয়ে গেল। ক্লকওয়ার্ক মড (CWM) রিকভারির তুলনায় এই রিকভারিতে কাজ করার সুবিধা বেশি কেননা এটি টাচ সাপোর্ট করে। এছাড়াও আরও বাড়তি কিছু সুবিধাও রয়েছে TWRP রিকভারিতে। রিকভারি ইন্সটল শেষ, রুটও শেষ, এবার বিভিন্ন রম ফ্ল্যাশ করে ফোনটিকে সাজিয়ে নিনে নিজের ইচ্ছে মতো।

 **বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন/কল করুন 01731512652 এই নাম্বারে।**

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host