দেশী ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনের বাজার মাত করে রাখা কোম্পানি ওয়াল্টন সম্প্রতি রিলিজ করেছে তাদের সাম্প্রতিক দু’টি অ্যান্ড্রয়েড ফোন প্রিমো এক্স১ ও প্রিমো এন১-এর ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল এবং ড্রাইভার। কোম্পানিটি তাদের নিজস্ব ফোরামে এই দু’টি ফোনের ড্রাইভার ইন্সটল ও ফ্ল্যাশটুল ব্যবহার করে নতুন ফার্মওয়্যার ফ্ল্যাশ করার টিউটোরিয়াল প্রকাশ করেছে।
ফার্মওয়্যার ও ফ্ল্যাশটুল রিলিজ করার সবচেয়ে বড় সুবিধা হলো ডিভাইস নিয়ে অ্যাডভান্সড কাজ করতে গিয়ে কোনো কারণে ব্রিক হয়ে গেলে বা সফটওয়্যার ক্ষতিগ্রস্থ হলে ফার্মওয়্যার ফ্ল্যাশ করার মাধ্যমে নিমিষেই ডিভাইস একেবারে নতুনের পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়। বিশেষ করে ডেভেলপারদের ফার্মওয়্যার কাজে আসলেও সাধারণ ব্যবহারকারীও যদি কোনো কারণে ডিভাইস ব্রিক করে ফেলেন, সেক্ষেত্রে ফার্মওয়্যার হয়ে থাকে শেষ ভরসা।
অন্য কথায়, ফার্মওয়্যার থাকলে ডিভাইস সফট ব্রিক হলে তা ঠিক করা যাবেই এই নিশ্চয়তা পাওয়া যায়।
ওয়াল্টন এর আগে অ্যান্ড্রয়েড কথন-কে জানায়, দেশীয় ব্র্যান্ড হিসেবে তারা তাদের ডিভাইসগুলো নিয়ে ডেভেলপার ও আগ্রহী ব্যবহারকারীদের যে কোনো ধরনের এক্সপেরিমেন্টের সুযোগ দিতে আগ্রহী। এ কারণেই তারা তাদের প্রিমো সিরিজের প্রায় প্রতিটি ফোনের ড্রাইভার, ফ্ল্যাশটুল ও ফার্মওয়্যার মুক্তি দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে আসা প্রিমো এক্স১ এবং প্রিমো এন১-এর এসব ফাইল মুক্তি দিয়েছে ওয়াল্টন।
ওয়াল্টন প্রিমো সিরিজের এই দুইটি ফোনের ফার্মওয়্যার, ফ্ল্যাশটুল ও ড্রাইভার ডাউনলোড করতে নিচের লিংকগুলো অনুসরণ করুনঃ
ওয়াল্টন প্রিমো এক্স১ ওয়াল্টন প্রিমো এন১
0 comments:
Post a Comment