Sunday, May 19, 2013

এবার স্ক্রিন শট নিন আপনার এন্ড্রয়েড ফোনের রুট ছাড়াই । ১০০% পরীক্ষিত ।

(যাদের হট কি দিয়ে স্ক্রিন শট নেওয়া যায়না , পোস্ট টি শুধু তাদের জন্য )




স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে যা করা লাগবে। 

১ প্রথমে এখান থেকে এই এপ্স টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করুন (Download .apk) । (কোন রুটের প্রয়োজন নেই )

২ তারপর প্রয়োজন হবে একটি কম্পিটার এর এজন্য কম্পিটার আপনার না থাকলেও হবে কারণ প্রয়োজন হবে মাত্র একবার  তাই আপনি কাজটা সাইবারক্যাফ বা বন্ধুর কম্পিটার থেকে সেরে নিতে পারেন ।

৩ এবার এই এপ্স টি ডাউনলোড করে পিছি তে ইন্সটল করুন (Download .exe )।

৪ এবার USB ক্যাবল দিয়ে পিছির সাথে ফোন টি কানেক্ট করুন ।

৫ এবার আপনার ফোন USB debugging এনাবেল করুন (Setting>Applications>Development>USB debugging এ টিক চিহ্ন দিন )

৬ এবার পিছিতে কানেক্ট থাকা অবস্থায় আপনার ফোন রিস্টার্ট দিন ,এবং পিছি থেকে screenshot It ওপেন করুন কিছুক্ষন অপেক্ষা করে এনাবেল অপশন পাবেন নিচের ছবির মত এনাবেল করে দিন ।



এবার ফোন পিছি থেকে ডিসকানেক্ট করে দিন।

এবং ফোনে ইন্সটলকৃত No Root screenshot এপ্স টি ওপেন করে ইচ্ছে মত স্ক্রিন শট নিন । এবং তা শেয়ার করুন ব্লুটুথ,মেইল ,ফেসবুক,ল্যান এবং অন্যান্য সকল থার্ড পার্টি এপ্স দিয়ে ।

আমি প্রিমো তে পরিক্ষা করেছি , এই টিউন টি আপনার ফোনে কাজ করলে কমেন্ট করতে ভুলবেন না ।










2 comments:

Unknown said...

ami walton primo g1 set ti root kore jellybeen e update korte chai,ami ai bapare akebarei new jodi help korten tahole upokrito hotam.

Super SEO Bangladesh Service said...

primo g1 er root settings kichudin por dewa hobe...

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host