Friday, May 10, 2013

রুট টিউটোরিয়ালঃ Root Symphony W125





rootingandroid

 অ্যান্ড্রয়েডের সূচনা থেকেই একটি শব্দ একেবারে ওতপ্রোতভাবে জড়িত; আর সেটি হচ্ছে রুট। আগে ততো দেখা না গেলেও আজকাল ওয়ারেন্টির তোয়াক্কা না করেই অনেকে প্রথমেই রুট করে ফেলেন।


রুট করার সুবিধা ও এর মাধ্যমে কী কী করা যায় তা নিশ্চয়ই এতোদিনে জেনে গেছেন, আর না জানলেও উপরের লিঙ্কটি পড়ার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কিন্তু সিম্ফনি ডব্লিউ ১২৫  সেটটি কি আসলেই রুট করা প্রয়োজন? চলুন দেখে নেয়া যাক আগে কেন আপনি ওয়ারেন্টির তোয়াক্কা না করে এই ডিভাইস রুট করতে চাইবেন।
  • TWRP/CWM রিকভারি ফ্ল্যাশ Mobile Uncle MTK Tools ইন্সটল।
  • Titanium Backup ব্যবহার; ইউটিউবসহ বিভিন্ন ব্লকড সাইট দেখতে DroidVPN ব্যবহার।
  • অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপ্লিকেশন মুছে ফেলা ইত্যাদি।

অনেকেই লিংক২এসডি’র মাধ্যমে ইন্টারনাল মেমোরি বাড়ানোর কথা ভাববেন। কিন্তু যেহেতু সেটটিতে ডাটা পার্টিশন ১ গিগাবাইট দেয়াই আছে, সেহেতু Link2SD এর প্রয়োজনীয়তা নেই বললেই চলে।

রুট করার প্রক্রিয়া

যা যা লাগবেঃ

ফাইলটি আনজিপ করে নিন, এই রকম হবে।


এবার ফোনটিতে ইউএসবি ডিবাগিং অন করুন। মেনু থেকে সেটিংসে যান, স্ক্রল ডাউন করে Develover Options এ গিয়ে USB Debugging টিক দিন। এবার একটি ডায়ালগ বক্স আসবে সেটাতে ইয়েস দিয়ে বেরিয়ে আসুন।
এরপর ফোনটি পিসির সাথে কানেক্ট করুন। এরপরের অনেকগুলো ধাপ লিনাক্স ব্যবহারকারীরা বাদ দিয়ে যেতে পারেন। সোজা রুটিং-এ চলে যান।

ড্রাইভার ইন্সটল

- My Computer খুলুন।

- System Properties ক্লিক করুন।


- Device Manager ক্লিক করুন



- এখানে Fly IQ446 আছে কারণ আমার Symphony W125-এ ওটার ফার্মওয়্যার ফ্ল্যাশ করা। আপনার ক্ষেত্রে ওখানে Symphony W125 আসবে। ওখানে রাইট ক্লিক করুন ও Update Device Software দিন।



- Browse My Computer For Driver Software ক্লিক করুন



- Let me pick from a list of device drivers on my computer ক্লিক করুন।



- show all devices ক্লিক করে next দিন।



- এবার Have Disk ক্লিক করুন



- Browse ক্লিক করুন



- এবার যে ফোল্ডারে ডাউনলোড করা ফাইলগুলো রেখেছেন সেখানে ঢুকুন Locate File উইন্ডো থেকে, ওখানে গিয়ে usb_driver ফোল্ডারে ঢুকে android_winusb ফাইলটি ক্লিক করে ওপেন ক্লিক করুন।



- OK ক্লিক করুন।



Android ADB Interface ক্লিক করে next ক্লিক করুন।



- ২টা উইন্ডো আসতে পারে, একটায় OK দিবেন আর আরেকটা যদি আসে Install this driver anyway দিবেন।
- নিচের স্ক্রিনটি আসলে আপনার ড্রাইভার ইন্সটলের কাজ শেষ।


Root Symphony W125

- ডাউনলোড করা ফাইলগুলোতে যান।


- run ফাইলটি চালান (লিনাক্স ব্যবহারকারিরা Terminal থেকে ওই ফোল্ডারের আগের ফোল্ডারে গিয়ে chmod 777 -R w125 root করে এবার w125 root ফোল্ডারের থেকে sudo sh run.sh দিয়ে চালাবেন); লিনাক্স কমান্ডের সঙ্গে পরিচিত না থাকলে এই কাজগুলো উইন্ডোজেই করার পরামর্শ থাকলো।
- ফোনটি লাগানো না থাকলে লাগিয়ে নিন, Debugging অবশ্যই অন থাকতে হবে। এই উইন্ডোতে এন্টার চাপুন।



- অপেক্ষা করুন এটি আসা পর্যন্ত। আমার ডিভাইস রুট করা ছিল তাই Failed দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে successful দেখাবে।




- এন্টার দিন। আপনার ফোন রিবুট করবে। আপনার রুট করা হয়ে গিয়েছে!
- ফোনের মেনুতে দেখুন SuperSU একটা অ্যাপ্লিকেশন এসেছে। তার মানেই আপনার ডিভাইস রুটেড!
এবার যে কোনও রুট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, যেমন Mobile Uncle MTK Tools দিয়ে TWRP ফ্ল্যাশ!



TWRP রিকভারি ফ্ল্যাশের পদ্ধতি

এই অংশটি এক্সপেরিমেন্টাল। সব ডব্লিউ ১২৫ ইউনিটে কাজ নাও করতে পারে। এই রিকভারি অনেকাংশেই ক্লকওয়ার্কমড রিকভারির চেয়ে অ্যাডভান্সড, সহজ এবং অধিক সুবিধা-সম্পন্ন। আমাদের ইউনিটে কাজ করলেও অনেকে জানিয়েছেন তাদের ইউনিটে কাজ করেনি। তাই নিজ দায়িত্বে অনুসরণের অনুরোধ রইলো।
TWRP ফ্ল্যাশ করতে হলে এই ফাইলটি ডাউনলোড করে নিন/মিরর লিঙ্ক। এরপর আনজিপ করে recovery.img ফাইলটি আপনার sdcard এ রাখুন (যাদের এক্সটারনাল এসডিকার্ড নেই তারা ফোন স্টোরেজে রাখতে পারেন)।


প্লে স্টোর থেকে Mobileuncle MTK Tools ইন্সটল করে নিন ফোনে। ইন্সটল শেষে সেটি ওপেন করুন।



অ্যাপ্লিকেশনটি রান করে recovery update টাচ করুন। তারপর recovery.img টাচ করুন।




Ok দিন, দিয়ে আবার OK দিন, দেখবেন ফোন TWRP মোডে চলে এসেছে।
এখন আপনার ফোনে কাস্টম রিকভারিও ইন্সটল করা হয়ে গেল। ক্লকওয়ার্ক মড (CWM) রিকভারির তুলনায় এই রিকভারিতে কাজ করার সুবিধা বেশি কেননা এটি টাচ সাপোর্ট করে। এছাড়াও আরও বাড়তি কিছু সুবিধাও রয়েছে TWRP রিকভারিতে। রিকভারি ইন্সটল শেষ, রুটও শেষ, এবার বিভিন্ন রম ফ্ল্যাশ করে ফোনটিকে সাজিয়ে নিনে নিজের ইচ্ছে মতো।

 **বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন/কল করুন 01731512652 এই নাম্বারে।**

3 comments:

Alomgir chowdhury said...

vai apni ki porekha korecen ki ?
twrp kaj re ki ?
ganaben please

Alomgir chowdhury said...

ganaben 01713720023
please call / sms
korben

Unknown said...

vay,Phon Off kn apnar?

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host