Thursday, June 6, 2013

জুনেই আসছে ইন্টেল প্রসেসরের গ্যালাক্সি ট্যাব ৩

স্যামসাং এবার তাদের গ্যালাক্সি ট্যাব সিরিজে  ৮” ও ১০.১” আকারের আরো দুটি নতুন ট্যাবলেট সংযোজন করলো। এদের মধ্যে ১০.১ ইঞ্চির ট্যাবটি ইন্টেলের তৈরি প্রসেসর চালিত বলে জানা গেছে।
গ্যালাক্সি ট্যাব ৩
৮ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব ৩ এ রয়েছে ১.৫ গিগাহার্জ এক্সিনস ডুয়াল কোর প্রসেসর, WXGA TFT ১২৮০x৮০০ রেজলুশনের ডিসপ্লে, ১.৫ গিগাবাইট র‍্যাম, ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ১.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৪৪৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৬ বা ৩২ গিগাবাইটের ইন্টারনাল মেমোরি।


তবে স্যামসাং জানিয়েছে, ৮ ইঞ্চির গ্যালাক্সি ট্যাব ৩ তাদের নিজস্ব প্রসেসরের হলেও ১০.১ ইঞ্চি মডেলটিতে চলবে ইন্টেলের ১.৬ গিগাহার্জ ডুয়াল-কোর প্রসেসর। স্যামসাং আরও জানিয়েছে, “ট্রাস্টেড পার্টনারদের” কাছ থেকে চিপসেটসহ বিভিন্ন কম্পোনেন্ট ব্যবহার করে স্যামসাং এই ১০.১ ইঞ্চি মডেলটি তৈরি করেছে যাতে ব্যবহারকারীদের জন্য কন্সট্যান্ট হাই-কোয়ালিটি এক্সপেরিয়েন্স নিশ্চিত করা সম্ভব হয়।

ইন্টেল প্রসেসর-চালিত গ্যালাক্সি ট্যাব ৩ ১০.১ ইঞ্চি মডেলে রয়েছে ১৪৯ পিপিআই-এর 1280 x 800 রেজুলেশন ডিসপ্লে, ১ গিগাবাইট র‌্যাম, ১৬ ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ৬৮০০ এমএএইচ ব্যাটারি। তবে এই মডেলের পেছনে ব্যবহৃত হয়েছে ৩ মেগাপিক্সেল ক্যামেরা যদিও সামনে ৮ ইঞ্চি ট্যাবের মতোই ১.৩ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে।

স্যামসাং তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, দু’টি ডিভাইসেই ব্যবহৃত হবে অ্যান্ড্রয়েড ৪.২.২ এবং স্যামসাং-এর টাচউইজ ইন্টারফেস এবং অ্যাপ্লিকেশনস। চলতি জুন মাসের মধ্যেই সারাবিশ্বের সব বাজারে এই দু’টি ট্যাব সহজলভ্য হবে বলে জানিয়েছে স্যামসাং।

এবারই যেহেতু প্রথম কোনো স্যামসাং অ্যান্ড্রয়েড ট্যাবলেটে ইন্টেলের প্রসেসরের দেখা মিলছে, সেহেতু বাজারে কেমন সাড়া পায় গ্যালাক্সি ট্যাব ৩-এর ১০.১ সংস্করণটি, তাই এখন দেখার বিষয়। আপনার কী ধারণা? কেমন যাবে ইন্টেল-চালিত গ্যালাক্সি ট্যাবলেটের বাজার?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host