Tuesday, June 25, 2013

এইচটিসি ঘোষণা দিলো ৫” ফুল এইডি ডিসপ্লের বাটারফ্লাই এস

এইচটিসি তাদের ওয়ান ডিভাইস নিয়ে সেরা তিন অ্যান্ড্রয়েডের তালিকায় স্থান করে নিলেও প্রথম ১০৮০পি ফুল এইডি ডিসপ্লের স্মার্টফোন বের হয় কেবল জাপানের বাজারকে কেন্দ্র করে। এইচটিসি বাটারফ্লাই জে মডেলের ফোনটি বেশ সাড়া ফেললেও যুক্তরাষ্ট্রের বাজারে না আসায় তা খুব একটা আলোচিত হয়নি। কিন্তু আজ এইচটিসি ঘোষণা দিয়েছে সেই বাটারফ্লাই সিরিজের নতুন ফোন এইচটিসি বাটারফ্লাই এস।

এইচটিসি বাটারফ্লাই এস

এইচটিসি ওয়ান-এরই মূলত আরেকটু উন্নত হার্ডওয়্যার সম্পন্ন সংস্করণ বলা যেতে পারে এইচটিসি বাটারফ্লাই এস স্মার্টফোনকে যেটায় ব্যবহৃত হবে ১.৯ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬০০ কোয়াড-কোর প্রসেসর, ৫ ইঞ্চি ফুল এইচডি করনিং গরিলা গ্লাস। ৪৪০ পিক্সেল পার ইঞ্চির এই ডিভাইসে থাকছে ২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ যা মেমোরি কার্ডের মাধ্যমে ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে এবং এইচটিসির নতুন প্রযুক্তির আল্ট্রাপিক্সেল ক্যামেরা।


এইচটিসি বাটারফ্লাই এস-এর আরও দু’টি বিশেষত্ব রয়েছে। সেন্স ৫ ইউজার ইন্টারফেস সম্পন্ন এই ডিভাইসে দেয়া হয়েছে বিটস অডিও সম্পন্ন ডুয়াল ফ্রন্ট-ফেসিং বুমসাউন্ড স্পিকার এবং ৩২০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এতে ব্লুটুথ ৪.০ এবং ওয়াই-ফাই এর নতুন প্রযুক্তি 802.11 a/b/g/n/ac এর সাপোর্ট রয়েছে। তবে অ্যান্ড্রয়েডের কোন সংস্করণ এটিতে চলবে তা এখনও জানা যায়নি।

এইচটিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন এই ডিভাইসটিও বাটারফ্লাই জে-এর মতো এশিয়ার বাজারের জন্য তৈরি করা হয়েছে। আগামী জুলাইয়েই এটি বাজারে পাওয়া যাবে। তবে একাধিক সূত্র ধারণা করছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও প্রবেশ করতে পারে এইচটিসির নতুন এই ফুল এইচডি স্মার্টফোন।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host