Tuesday, June 25, 2013

ফাঁস হল বহুল প্রতীক্ষিত মটোরোলা এক্স স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

গুগল মটোরোলার সাথে কাজ করার ঘোষণা দেয়ার পর থেকেই যে ফোনটি নিয়ে সবার অদম্য আগ্রহ লক্ষ্য করা গেছে সেটি হল ‘মটোরোলা এক্স’ ফোন। বিশেষ করে গত মে মাসে অনুষ্ঠিত ডি ১১ সম্মেলনে মটোরোলার সিইও ডেনিস উডসাইড এ সংক্রান্ত ঘোষণা দেয়ার পর থেকেই ফোনটি স্মার্টফোন প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে এই ফোনটিতে ব্যবহারকারীদের জন্য ঠিক কী ধরনের সুবিধা থাকছে এ প্রসঙ্গে মটোরোলা বা গুগল কেউই এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি।

মটোরোলা এক্স ফোন

তবে প্রযুক্তি বিশ্বে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিভিন্ন সূত্র থেকে খবর ফাঁস হতেই থাকে। এরই ধারাবাহিকতায় মটোরোলা এক্স-ফোন সম্পর্কিত কিছু তথ্যও সম্প্রতি ইন্টারনেট জগতে ফাঁস হয়েছে। প্রযুক্তি বিষয়ক তথ্য প্রদান করে থাকে এরকম একটি সংস্থা ‘এভ লিকস’ সম্প্রতি তাদের টুইটার অ্যাকাউন্টে এক্স ফোন বিষয়ক তথ্যটি প্রদান করে। এভ লিকস এর দাবি অনুযায়ী ফোনটি হবে একটি মাঝারি ক্ষমতা সম্পন্ন ফোন। যদিও এর আগে মটোরোলার সিইও দাবি করেছেন এটি হতে যাচ্ছে একটি ‘ হিরো’ ডিভাইস।

ফাঁস হওয়া তথ্য অনুসারে এই স্মার্টফোনটিতে থাকছে ৭২০পি OLED ডিসপ্লে যদিও এর ডাইমেনশন কত হবে সেটি উল্লেখ করা হয় নি। ১.৭ গিগাহার্জ গতির ডুয়েলকোর ক্রেইট প্রসেসর, ২ জিবি র‍্যাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম ৮৯৬০ প্রো চিপসেট থাকতে পারে মটোরোলা এক্স ফোনে। ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা সম্পন্ন ডিভাইসটিতে এক্সপ্যান্ডেবল স্টোরেজ সুবিধা থাকছে কিনা সেটি এখনই জানা যায় নি।

ফোনটিতে ক্যামেরা হিসেবে রয়েছে ১০ মেগাপিক্সেল রিয়ার এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মটোরোলা দাবি করেছে ডিভাইসটি ব্যবহারকারীরা অচিরেই দুর্দান্ত একটি ক্যামেরা ফোনের স্বাদ পেতে যাচ্ছেন। এর ২ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে অনায়াসেই ভিডিও কলিংসহ প্রয়োজনীয় কাজ সারা যাবে। এছাড়াও এতে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেয়া হবে বলে সূত্রে জানা গেছে।

সবশেষে এভ লিকস এর দাবি অনুযায়ী ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৪.২.২ সংস্করণ যা অ্যান্ড্রয়েডপ্রেমীদের কিছুটা হতাশ করেছে। বিশেষ করে যারা আশায় ছিলেন গুগল ফোনটিতে অ্যান্ড্রয়েড ৫ সংস্করণ কি লাইম পাই ব্যবহার করবে। এভ লিকস এর দেয়া তথ্য সঠিক হলে বলতে হয় আমরা খুব শীঘ্রই হয়ত ৪.৩ অ্যান্ড্রয়েড সংস্করণ দেখতে পাচ্ছি না। তবে অনেকেই ধারণা করছে যদি অক্টোবর-নভেম্বরের দিকে মটোরোলা এক্স ফোন বাজারে আসে, তাহলে এটি অ্যান্ড্রয়েডের মেজর আপডেট কি লাইম পাই-এর মাধ্যমেই অবমুক্ত হতে পারে, যেটি হবে এক্স ফোনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

মটোরোলা এক্স ফোন সম্পর্কে আপনার মতামত ও প্রত্যাশা মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host