সিম্ফনি কিছুদিন আগেই তাদের ফেসবুক পেইজে ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ট্যাবলেট ডিভাইস টি৭ ও টি৮-এর পরবর্তী সংস্করণ Symphony T7i এবং T8i বাজারে আনার। সম্প্রতি গ্রামীণফোন তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে সিম্ফনির নতুন এই ট্যাবলেট দু’টির।
এর আগে প্রথমবারের মতো যখন সিম্ফনি এই দু’টি ট্যাবলেট বাজারে আনে, তখনও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাব দু’টি বিক্রি করা হয়। স্পেসিফিকেশনের তুলনায় দাম অনেক কম হওয়ার কারণে দ্রুত ট্যাবগুলোর স্টক ফুরিয়ে যায় এবং অনেক ক্রেতাই ট্যাব কিনতে গিয়ে ফেরৎ আসেন বলে আমাদের জানিয়েছেন। প্রথমবারের মতো এবারও গ্রামীণফোনের মাধ্যমেই ট্যাবগুলো বাজারে আনার কারণে আবারও স্টক স্বল্পতা ও হয়রানির আশঙ্কার কথা প্রকাশ করেছেন অনেকে।
সিম্ফনির নতুন এই ট্যাব দু’টোর স্পেসিফিকেশন অনেকটা পুরনো ট্যাবগুলোর মতোই। নিচে ট্যাবগুলোর আলাদা স্পেসিফিকেশন এবং মূল্য দেয়া হলোঃ
Symphony T8i
- ৮” আইপিএস ডিসপ্লে ও রেজুলেশন ৭৬৮*১০২৪ পিক্সেল
- ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
- ১ গিগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ
- গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 জিপিইউ
- ৫ মেগাপিক্সেল ব্যাক ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসক্রিম স্যান্ডউইচ
- ৩জি ইন্টারনেট সুবিধা, কল করার সুবিধা
- জিপিএস-সহ অন্যান্য সেন্সর
- ৪৭০০ এমএএইচ ব্যাটারি
- দামঃ ১৩,৯৯০ টাকা।
Symphony T7i
- ৭” টিএফটি ডিসপ্লে যার রেজুলেশন ৪৮০*৮০০ পিক্সেল
- ১ গিগাহার্টজ ডুয়েল-কোর প্রসেসর
- ৪ গিগাবাইট রম, ৫১২ মেগাবাইট র্যাম
- ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- অ্যান্ড্রয়েড ৪.০.৪ আইসিএস।
- গ্রাফিক্স প্রসেসিং ইউনিট PowerVR SGX 531 ।
- ৩জি ও কল সুবিধা।
- জিপিএস ও জি-সেন্সর।
- ৩০০০ এমএএইচ ব্যাটারি।
- দামঃ ১০,৯৯০ টাকা।
নতুন ট্যাবগুলোর স্পেসিফিকেশন পুরনোগুলোর তুলনায় খুব একটা আপডেটেড না হলেও দাম প্রায় কাছাকাছিই রাখা হয়েছে। তবুও দামের বিবেচনায় বলাই যায় যে, আসলেই দারুণ দু’টি ট্যাবলেট সিম্ফনি টি৮আই ও টি৭আই। বিশেষ করে টি৮আই ট্যাবলেটটি গত টি৮-এর মতোই যথেষ্ট দারুণ একটি ডিভাইস হতে পারে। তবে এবারও যেন গতবারের মতো ট্যাব কিনতে গিয়ে ক্রেতাদের ফেরৎ আসতে না হয়, সেই প্রত্যাশাই করছেন অনেকে।
সিম্ফনির নতুন এই দু’টি ট্যাব নিয়ে আপনার কী মতামত?
0 comments:
Post a Comment