Monday, December 24, 2012

গেম রিভিউঃ Hungry Shark 2 – হয়ে যান সাগরতলের খুনী

কোনো সাগর বা মহাসাগরে যদি কোনো কারণে আপনার জাহাজ ডুবে যায় আর পানি সাঁতার কাটা অবস্থায় আপনার শরীর থেকে কোনোভাবে রক্ত বেরিয়ে পানিতে মিশে যায়, তখন আপনার প্রথম ভয় হবে হাঙরকে ঘিরে। সাগরতলের এই খুনী রক্তের আভাষ পাওয়া মাত্রই দলে দলে হাজির হয়ে যাবে দুপুরের খাবারটা সেরে নিতে। আর হাঙরের উপস্থিতি টের পেলে আর সেসময় পানিতে নিরূপায় হয়ে থাকতে হলে রক্ত কী পরিমান শীতল হয়, তা বোধহয় অনুধাবন করাও অসম্ভব।

বাংলালিংক দিয়ে ফ্রি ইন্টারনেট চালান একদম ফ্রি!!!

এটার জন্য অপেরা মিনি 4.0/7.0/
Default Browser লাগবে ।
প্রথমে আপনার
সিমে ৬
টাকা রাখবেন । তারপর
*222*1*2# ডায়াল
করে 4.60
টাকা দিয়ে ২
MB কিনে নিন ।
তারপর ১ MB ব্যবহার করার
পর
অপেরা মিনির
সেটিং এ
যেয়ে সব কিছু OFF
করে নিন
এবং HTTP
থেকে Socket/HTTP
করে নিন । ম্যাসেজ
ওপশনে গিয়ে P1
লিখে 3343 নাম্বারে পাঠিয়ে দিন

তারপর আপনার
মোবাইলে এখন
১টাকার
মত থাকবে । এখন
আপনার নেট প্যাকেজ
হয়ে যাবে ১ পয়সা ১
কেবি মানে ১ টাকায় ১
MB এখন বাকি ১
MB খরচ
করে তারপর অনবরত
নেট
চালাতে থাকেন
মাঝে মাঝে সমস্যা হতে পারে ।
কানেকশন ফেইল্ড
আসতে পারে কানেকশন
ফেইল্ড
আসলে Retry দিবেন ।
আশা করি হবে…
Tested in Nokia s40!

নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করার পদ্ধতি

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাডোবি বেশ কিছুদিন আগেই গুগল প্লে স্টোর থেকে তাদের ফ্ল্যাশ প্লেয়ার সরিয়ে নিয়েছে। অ্যাডোবি জানিয়েছে, যেসব ডিভাইসে ইতোমধ্যেই ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করা রয়েছে, সেসব ডিভাইসে বিভিন্ন সিকিউরিটি আপডেট দিয়ে যাবে অ্যাডোবি। কিন্তু গুগল প্লে থেকে সরিয়ে নেয়ার পর নতুন করে আর কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাদের ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করতে পারবেন না।

নিকন আনলো বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল ক্যামেরা

ছবি তোলায় আগ্রহীরা কল্পনা করুন। কেমন হবে যদি আপনার ডিজিটাল ক্যামেরা থেকেই ফেসবুক, ইন্সটাগ্রামের মতো বিভিন্ন সোশাল নেটওয়ার্কে ছবি আপলোড করা যায়? কেমন হবে যদি অবসর সময়ে আপনার ক্যামেরায় বসেই গেমস খেলা যায় এবং আরও বিভিন্ন কাজ করা যায়? কেমন হবে, যদি আপনার ক্যামেরা সাপোর্ট করে গুগল প্লে স্টোরের হাজার হাজার অ্যাপ্লিকেশন?

অ্যান্ড্রয়েড ফোন থেকে ইউএসবি ক্যাবল দিয়ে ইন্টারনেট শেয়ার করুন কম্পিউটারে

অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের অন্যতম সুবিধা হচ্ছে এই যে, এটি কেবল কথা বলার ও ইন্টারনেট ব্রাউজ করার ডিভাইসই নয়। কল্পনার অনেক কিছুই করা সম্ভব এইসব স্মার্টফোন দিয়ে। আর মোবাইলের ইন্টারনেট সংযোগ কম্পিউটারে শেয়ার করার সুবিধা তো অনেক আগেই ফিচার ফোন থেকেই চলে আসছে। তাই অ্যান্ড্রয়েড ফোন থেকে ইন্টারনেট সংযোগ কম্পিউটারে শেয়ার করা কেবল সম্ভবই নয়, বরং পানির মতো সহজ। চলুন দেখে আসি কীভাবে তা করতে হয়।

Saturday, December 22, 2012

ভারতের বাজারে এলো অ্যান্ড্রয়েড-চালিত স্মার্ট ক্যামেরা স্যামসাং গ্যালাক্সি ক্যামেরা

স্যামসাং সম্প্রতি ভারতের বাজারে অবমুক্ত করলো তাদের প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ডিজিটাল পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা, গ্যালাক্সি ক্যামেরা। ২৯,৯৯০ রুপি দিয়ে যে কেউই এই স্মার্ট ক্যামেরাটি কিনতে পারবেন।

স্যামসাং গ্যালাক্সি ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেল ২৩ মিলিমিটার ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এর অপটিক্যাল জুম রয়েছে ২১এক্স ও সঙ্গে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার প্রযুক্তি। ৪.৮ ইঞ্চি সুপার ক্লিয়ার এলসিডি ডিসপ্লে। ইমেজ প্রসেসিং-এর জন্য এতে রয়েছে ১.৪ গিগাহার্জ কোয়াড-কোর এক্সিনস এসওসি প্রসেসর। আর ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রয়েছে ওয়াই-ফাই, ৩জি ও এলটিই সুবিধা। ফলে ছবি তোলার সঙ্গে সঙ্গেই আপনি তা আপলোড করতে পারবেন ইন্টারনেটে।

দুই স্ক্রিন বিশিষ্ট অ্যান্ড্রয়েড-চালিত ফ্লিপ ফোন আনলো স্যামসাং

ফ্লিপ ফোনের কথা মনে আছে তো? বাংলাদেশে যেটি ‘ফোল্ডিং ফোন’ বলেই বেশি পরিচিত? মনে না থাকলেও সমস্যা নেই। উপরের ছবিটি দেখে নিশ্চয়ই মনে পড়ে গেছে। এক সময় ফ্লিপ ফোনের জনপ্রিয়তা আকাশচুম্বী থাকলেও স্মার্টফোনের দাপটে তা আজ প্রায় হারিয়েই গেছে। কিন্তু স্যামসাং এই প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ফ্লিপ ফোন অবমুক্ত করলো চাইনিজ বাজারে। বলা যেতে পারে, মান্ধাতার আমলের চেহারার এটিই প্রথম অ্যান্ড্রয়েড-চালিত ফ্লিপ ফোন।




দেশের বাজারে স্যামসাং আনলো গ্যালাক্সি মিউজিক ডুয়োস

মিউজিকের উপর জোর দিয়ে স্যামসাং সপ্তাহখানেক আগে ঘোষণা দেয় তাদের নতুন কমদামী অ্যান্ড্রয়েড ফোন ।আজ দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উদ্বোধন হয় ৩ ইঞ্চি আকারের এই অ্যান্ড্রয়েড ফোন।
 ঢাকার গুলশানে অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ নতুন এই ফোনের উদ্বোধনে অংশ নেন। এছাড়াও যেসব ক্রেতা আগে থেকেই স্যামসাং-এর নতুন এই ফোন কেনার প্রি-অর্ডার করে রেখেছিলেন, তাদের হাতেও ফুয়াদের অটোগ্রাফসহ এই সেট তুলে দিয়েছে স্যামসাং। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ফটোগ্রাফেও অংশ নিয়েছেন ফুয়াদ।

Walton জানালো আগামী অ্যান্ড্রয়েড ফোন Primo R1 সম্পর্কে বিস্তারিত

দেশি পণ্য বিক্রেতা কোম্পানি ওয়াল্টন তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন প্রিমো বাজারে এনে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। এর প্রতিফলনই দেখা গেল ওয়াল্টনের নতুন অ্যান্ড্রয়েড ফোন প্রিমো আর১ আনার ঘোষণায়। অনেকদিন ধরেই ডেভেলপারদের জন্য তৈরি একটি বিশেষ ফেসবুক পেজে ওয়াল্টন প্রিমো আর১ নিয়ে টুকরো তথ্য ও ছবি প্রকাশ করে আসছে। সম্প্রতি এই সেটের বিস্তারিত স্পেসিফিকেশন ফেসবুকে প্রকাশ করেছে ওয়াল্টন।

অবশেষে প্লে স্টোরে এলো গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি

জিটিএ ভাইস সিটির সঙ্গে অধিকাংশ গেমারেরই জড়িয়ে রয়েছে বহু পুরনো স্মৃতি। গেমটি প্রথমবার মুক্তি পাবার দশ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যান্ড্রয়েডের জন্য এটি নতুন করে মুক্তি দেয়ার কথা. গেমটি ৬ই ডিসেম্বর আসার কথা থাকলেও কিছু সমস্যার কারণে একটু সময় নিয়ে অবশেষে সম্প্রতি গুগল প্লে স্টোরে মাত্র ৫ ডলারে চলে এলো দারুণ এই গেম।

 জিটিএ ভাইস সিটির অ্যান্ড্রয়েড সংস্করণের বিশেষত্ব হচ্ছে এটি পিসি গেমেরই হুবহু অনুরূপ। এতে আপনি আপনার সেই পরিচিত শহরটিই ফিরে পাবেন। পুরনো দিনে খেলা গেমপ্লে, কাটসিন আর স্টোরির সবই রয়েছে নতুন এই ভাইস সিটি গেমে। গ্রাফিক্সও আপনার ডিভাইস অনুসারে বাড়িয়ে-কমিয়ে নেয়ার সুযোগ রয়েছে।







সংবাদপত্র ডেইলি স্টার আনলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা এতো দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে সব কোম্পানি, সেবাদাতা ও প্রকাশনা প্রতিষ্ঠানই তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির দিকে ঝুঁকছে। টাইম, নিউ ইয়র্ক টাইমস, রেডারস ডাইজেস্টসহ আন্তর্জাতিক প্রকাশনাগুলো অনেক আগেই তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলায় দেশীয় প্রকাশনাগুলোও আনছে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। প্রথম আলো ও বিডিনিউজ২৪-এর পর এই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি সংবাদমাধ্যম দি ডেইলি স্টারও সম্প্রতি উন্মুক্ত করলো তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।






৩ গিগাবাইট RAM ও ৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে আসছে সনি Xperia Yuga

সনি আনছে নতুন ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লের নতুন এক্সপেরিয়া স্মার্টফোন। অনেকদিন ধরেই প্রযুক্তি জগতে গুজব আকারে থাকা এই সেটের কোডনেম হচ্ছে এক্সপেরিয়া ইয়োগা।

এর আগে ধারণা করা হয়েছিল এক্সপেরিয়া ইয়োগায় থাকবে স্যামসাং এক্সিনস ৫ কোয়াড চিপসেট, যা স্যামসাং গ্যালাক্সি নোট ৩-এ ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি মোবাইল-রিভিউ ডটকম নামের একটি বিদেশি সাইট এক্সপেরিয়া ইয়োগার প্রোটোটাইপ হাতে পেয়েছে ও নিশ্চিত করেছে, এই গুজব ছিল ভিত্তিহীন।




স্যামসাং ঘোষণা করলো নতুন গ্যালাক্সি গ্র্যান্ড

শীতকাল বলে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলেও কোরিয়ান কোম্পানির নতুন নতুন প্রায় একই ডিজাইনের অ্যান্ড্রয়েড ফোন তৈরি করা কিন্তু থেমে নেই। আমরা অনেকেই ভেবেছিলাম এই ক্রিসমাসের সময়টা গ্যালাক্সি নোট ২ আর গ্যালাক্সি এস ৩ দিয়েই কাটিয়ে দেবে স্যামসাং। কিন্তু না, অনেকটা নোট ২-এর মতো দেখতে নতুন গ্যালাক্সি গ্র্যান্ডের ঘোষণা দিলো স্যামসাং।


 কোম্পানিটি জানিয়েছে, গ্যালাক্সি গ্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোনে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৫ ইঞ্চি আকারের ডিসপ্লে যাতে ব্যবহৃত হয়েছে ৮০০ বাই ৪৮০ পিক্সেল রেজুলেশন। এছাড়াও এতে ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকছে যা আলাদা মেমোরি স্লটের মাধ্যমে বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১.২ চালিত এই ডিভাইসের সব ক্ষমতা বহন করার জন্য এতে ২,১০০ এমএএইচ ব্যাটারিও দেয়া হয়েছে বলে জানিয়েছে স্যামসাং। এছাড়াও এতে একসঙ্গে দু’টি সিম চালানোর সুবিধা থাকছে।



ব্রাজিলে বিক্রি হচ্ছে অ্যান্ড্রয়েড-চালিত আইফোন!

গুজব নয়, কিংবা পাঠক আকর্ষণের লক্ষ্যে অতিরঞ্জিত শিরোনামও নয়, সত্যিই ব্রাজিলের বাজারে পাওয়া যাচ্ছে নতুন আইফোন যেগুলো চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।





মাত্র ৯৯ ডলারের নতুন নেক্সাস ৭ আনতে পারে গুগল-আসুস

গুগল-আসুস নেক্সাস ৭ এর নাম শোনেননি এমন পাঠক অ্যান্ড্রয়েড কথনে খুঁজে পাওয়া যাবে না! অ্যান্ড্রয়েড ট্যাবলেট জগতে আদর্শ মানের ট্যাবলেট হিসেবে জায়গা করে নিয়েছে ১৯৯ ডলার মূল্যের এই ট্যাবলেট। কিন্তু আপনি কি জানতেন, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ৯৯ ডলারের নেক্সাস ৭ বাজারে আসতে পারে? তারচেয়ে আকর্ষণীয় খবর, এই ট্যাবলেটের অস্তিত্বের প্রমাণও মিলেছে!



দেশের বাজারে চলে এলো Ainol-এর ১০” ট্যাব Novo 10 Hero

মানুষ চাইনিজ ইলেকট্রনিক পণ্য কেন কিনে থাকেন? এর বিভিন্ন উত্তর থাকলেও একটি কমন উত্তর হচ্ছে সাধ্যের মধ্যে সাধের নাগাল পেতে। অধিকাংশ চাইনিজ ইলেকট্রনিক পণ্যই দামী কোনো পণ্যের আদলে তৈরি করা হয়ে থাকে। চাইনিজদের নির্মিত অ্যান্ড্রয়েড-চালিত ট্যাবলেট আর ফোনই এর অন্যতম উদাহরণ। কিন্তু এই চাইনিজ ব্র্যান্ডের পণ্যের দাম যখন প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যায়, তখন দ্বিতীয়বার অনেকেই ভাবতে শুরু করেন।
চাইনিজ অ্যান্ড্রয়েড প্রস্তুতকারী অনেক কোম্পানি রয়েছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে নামকরা কোম্পানি হচ্ছে আইনল। এই ব্র্যান্ড ইতোমধ্যেই তাদের নভো সিরিজে ৭ ইঞ্চি ডিসপ্লের অনেকগুলো ট্যাবলেট বাজারে এনেছে। এর প্রত্যেকটিই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন দামে বিভিন্ন স্পেসিফিকেশন দিয়ে স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজার অনেক আগেই ধরে নিয়েছে আইনল।




গ্রামীণফোন ও সিম্ফনি মিলে আনলো Symphony T7 ও T8 অ্যান্ড্রয়েড ট্যাবলেট


দেশি ব্র্যান্ড সিম্ফনির অ্যান্ড্রয়েড ট্যাবলেট টি৭ ও টি৮ বাজারে আনার কথা.
গ্রামীণফোন জানিয়েছে, আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০.৪) চালিত এই দু’টি ট্যাবলেটের দাম পড়ছে গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাত্র ১০,৮৫০ টাকা এবং ১২,৮৫০ টাকা। এই দু’টি ট্যাবলেটই ৩জি সুবিধা রয়েছে ও এর প্রথমটি ৭ ইঞ্চি ও দ্বিতীয়টি ৮ ইঞ্চি আকারের স্ক্রিনবিশিষ্ট; যেমনটা এদের মডেল নম্বরেই উল্লেখ আছে (Symphony T7 ও Symphony T8).

গ্রামীণফোন গ্রাহকরা যে কোনো গ্রামীণফোন আউটলেট থেকে বিনামূল্যে ৮ গিগাবাইট মাইক্রো-এসডি মেমোরি কার্ড ও মাত্র ৯৯ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজসহ সিম্ফনি টি৭ বা টি৮ ট্যাবটি কিনতে পারবেন।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host