Saturday, December 22, 2012

৩ গিগাবাইট RAM ও ৫ ইঞ্চি স্ক্রিন নিয়ে আসছে সনি Xperia Yuga

সনি আনছে নতুন ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লের নতুন এক্সপেরিয়া স্মার্টফোন। অনেকদিন ধরেই প্রযুক্তি জগতে গুজব আকারে থাকা এই সেটের কোডনেম হচ্ছে এক্সপেরিয়া ইয়োগা।

এর আগে ধারণা করা হয়েছিল এক্সপেরিয়া ইয়োগায় থাকবে স্যামসাং এক্সিনস ৫ কোয়াড চিপসেট, যা স্যামসাং গ্যালাক্সি নোট ৩-এ ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি মোবাইল-রিভিউ ডটকম নামের একটি বিদেশি সাইট এক্সপেরিয়া ইয়োগার প্রোটোটাইপ হাতে পেয়েছে ও নিশ্চিত করেছে, এই গুজব ছিল ভিত্তিহীন।




মাত্র ঘণ্টাখানেক আগে পাওয়া তথ্যমতে, এক্সপেরিয়া ইয়োগায় থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো। তবে এই চিপসেট ব্যবহারের কারণে ইয়োগা অনেক গরম হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রোটোটাইপ হাতে পাওয়া ব্যক্তি এলডার মুরটাজিন। জিএসএমএরিনা এই কথায় সমথর্ন জানিয়ে লিখেছে, একই প্রসেসর ব্যবহার করা স্মার্টফোন এলজি অপটিমাস জি এবং নেক্সাস ৪-কেও গরম হতে দেখা গেছে।

এক্সপেরিয়া ইয়োগায় রয়েছে ৫ ইঞ্চি আকারের স্ক্রিন যাতে ব্যবহৃত হয়েছে ১০৮০পি রেজুলেশন (1920 × 1080 পিক্সেল)। এছাড়াও এতে ৩ গিগাবাইট RAM দেয়া হয়েছে বলেও জানা গেছে। তবে ক্যামেরা কত মেগাপিক্সেল সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এতোদিন ১২ মেগাপিক্সেল বলে শোনা গেলেও নতুন গুজব বলছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে সনির আগামী এই চমকে।

জিএসএমএরিনা বলছে, সনি আগামী বছর কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)-এ এই ইয়োগা প্রদর্শন করাবে নতুন নামে (ইয়োগা কেবলই কোডনেম)। পরে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও সেটটির প্রদশর্নী চলতে পারে। অনেকেরই ধারণা, এক্সপেরিয়া আর্ক ও এক্সপেরিয়া টি-এর পর এটিই হতে যাচ্ছে সনির ২০১৩ সালের ফ্ল্যাগশিপ ফোন।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host