Saturday, December 22, 2012

সংবাদপত্র ডেইলি স্টার আনলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা এতো দ্রুত বৃদ্ধি পাচ্ছে যে সব কোম্পানি, সেবাদাতা ও প্রকাশনা প্রতিষ্ঠানই তাদের নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির দিকে ঝুঁকছে। টাইম, নিউ ইয়র্ক টাইমস, রেডারস ডাইজেস্টসহ আন্তর্জাতিক প্রকাশনাগুলো অনেক আগেই তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছে। সম্প্রতি বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলায় দেশীয় প্রকাশনাগুলোও আনছে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। প্রথম আলো ও বিডিনিউজ২৪-এর পর এই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি সংবাদমাধ্যম দি ডেইলি স্টারও সম্প্রতি উন্মুক্ত করলো তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।






মাত্র ৩০০+ কিলোবাইট আকারের এই অ্যাপ্লিকেশনে সাম্প্রতিক সংবাদগুলোর প্রতিই প্রাধান্য দেয়া হয়েছে। প্রথম পাতায়ই টপ নিউজে প্রতি মূহুর্তের সংবাদ পাওয়া যাবে। সেইসঙ্গে উপরেই দেয়া হয়েছে সর্বশেষ সংবাদ শিরোনাম যেখানে ক্লিক করে সহজেই সংশ্লিষ্ট সংবাদটি পড়া যাবে।

প্রতিটি সংবাদ পাতা থেকে সোশাল নেটওয়ার্কে সংবাদটি শেয়ার করার পাশাপাশি নিজের ডিভাইসে সেটি ফেভারিট হিসেবে যোগ করার সুবিধাও দেয়া হয়েছে। সাধারণ সংবাদের পাশাপাশি ডেইলি স্টারের বিভিন্ন সাপ্তাহিক ম্যাগাজিনগুলোও পড়া যাবে এই অ্যাপ্লিকেশন থেকে।

 প্রথম দর্শনে যথেষ্টই ব্যবহার-বান্ধব করে তৈরি করা হয়েছে ডেইলি স্টারের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। ইংরেজি পত্রিকা হওয়ায় ফন্ট নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়াও বেশ হালকা অ্যাপ্লিকেশন হওয়ায় বেশ দ্রুতগতিতেই কাজ করে ডেইলি স্টার। কাজেই, অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাব ব্যবহারকারীরা এখন থেকে কাগজের অপেক্ষায় না থেকে সর্বশেষ সংবাদ বা যে কোনো ফিচার/প্রতিবেদন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থেকেই পড়ে নিতে পারবেন।

 গুগল প্লে স্টোর লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.mcc.thedailystar

 বাংলাদেশের কোনো সংবাদমাধ্যমের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন কি? আপনার দেখা সংবাদের জন্য সেরা অ্যাপ্লিকেশন কোনটি এবং কেন?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host