দেশি পণ্য বিক্রেতা কোম্পানি ওয়াল্টন তাদের প্রথম অ্যান্ড্রয়েড ফোন
প্রিমো বাজারে এনে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। এর প্রতিফলনই দেখা গেল
ওয়াল্টনের নতুন অ্যান্ড্রয়েড ফোন প্রিমো আর১ আনার ঘোষণায়। অনেকদিন ধরেই
ডেভেলপারদের জন্য তৈরি একটি বিশেষ ফেসবুক পেজে ওয়াল্টন প্রিমো আর১ নিয়ে
টুকরো তথ্য ও ছবি প্রকাশ করে আসছে। সম্প্রতি এই সেটের বিস্তারিত
স্পেসিফিকেশন ফেসবুকে প্রকাশ করেছে ওয়াল্টন।
নতুন ফোনে ইন্টারনাল মেমোরি দেয়া হয়েছে ৪ গিগাবাইট। কেনার সময় ৮ গিগাবাইটের মেমোরি কার্ড ফ্রি থাকবে। এছাড়াও ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে। সেটটিতে র্যাম দেয়া হয়েছে মাত্র ৫১২ মেগাবাইট।
৩জি সুবিধা থাকায় ব্যবহারকারীরা ভিডিও কল করার জন্য স্বভাবতঃই ফ্রন্ট ক্যামেরা খুঁজবেন। সেটা দিতে ভুল করেনি ওয়াল্টন। সামনে ভিজিএ ক্যামেরা ও পেছনে অবিশ্বাস্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে যাতে রয়েছে অটো-ফোকাস প্রযুক্তি। এছাড়াও এই ক্যামেরা দিয়ে ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করা যাবে বলেও বলা হচ্ছে।
R1 ফোনের দাম সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করেনি ওয়াল্টন। তবে এতটুকু জানিয়েছে, আসছে জানুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই নতুন এই ফোনটি ঘোষণা করা হবে।
ওয়াল্টন প্রিমো আর১-এর স্পেসিফিকেশন দেখে আমরা সত্যিই মুগ্ধ। তবে এর দাম কত টাকা হয় তার উপর অনেক কিছু নির্ভর করে। যদি ২০,০০০ টাকায় এই ফোন বিক্রি করা হয় তাহলে আমরা খুব একটা ইমপ্রেসড হবো না। কিন্তু আগের প্রিমোর ধারাবাহিকতা বজায় রেখে যদি সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই এই ফোনটি বাজারে আনা হয়, তাহলে অ্যান্ড্রয়েড কমিউনিটি থেকে ওয়াল্টনের একটি ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।
প্রসেসর ও মেমোরি
ওয়াল্টন জানিয়েছে, নতুন এই ফোনে থাকবে ডুয়েল স্ট্যান্ডবাই সিম সুবিধা যা একই সঙ্গে ৩জি সংযোগ সাপোর্ট করবে। এই ফোনে ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ। প্রসেসর হিসেবে রয়েছে ১.২১ গিগাহার্জ ডুয়েল কোর ও গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য দেয়া হয়েছে PowerVR SGX531.নতুন ফোনে ইন্টারনাল মেমোরি দেয়া হয়েছে ৪ গিগাবাইট। কেনার সময় ৮ গিগাবাইটের মেমোরি কার্ড ফ্রি থাকবে। এছাড়াও ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে। সেটটিতে র্যাম দেয়া হয়েছে মাত্র ৫১২ মেগাবাইট।
ডিসপ্লে ও ক্যামেরা
ওয়াল্টন প্রিমো আর১-এ দেয়া হয়েছে ডব্লিউভিজিএ অর্থাছ ৪৮০ x ৮০০ পিক্সেল রেজুলেশন। এর আকার ৪ ইঞ্চি ও মাল্টিটাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিনে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তি।৩জি সুবিধা থাকায় ব্যবহারকারীরা ভিডিও কল করার জন্য স্বভাবতঃই ফ্রন্ট ক্যামেরা খুঁজবেন। সেটা দিতে ভুল করেনি ওয়াল্টন। সামনে ভিজিএ ক্যামেরা ও পেছনে অবিশ্বাস্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেয়া হয়েছে যাতে রয়েছে অটো-ফোকাস প্রযুক্তি। এছাড়াও এই ক্যামেরা দিয়ে ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করা যাবে বলেও বলা হচ্ছে।
সেন্সর ও অন্যান্য
ওয়াল্টন জানিয়েছে, এতে কমপাস, অ্যাক্সেলেরোমিটার, লাইট মেন্সর, ওরিয়েন্টেশন সেন্সর, প্রক্সিমিটি, জিপিএস মডিউল, এ-জিপিএস ইত্যাদি সেন্সর রয়েছে। এছাড়াও এতে গতানুগতিক ওয়াই-ফাই, ব্লুটুথ ৪ এবং মাইক্রো ইউএসবি ২-এর পোর্ট রয়েছে। এর ব্যাটারির ক্ষমতা বলা হচ্ছে ১৫০০ এমএএইচ।R1 ফোনের দাম সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করেনি ওয়াল্টন। তবে এতটুকু জানিয়েছে, আসছে জানুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই নতুন এই ফোনটি ঘোষণা করা হবে।
ওয়াল্টন প্রিমো আর১-এর স্পেসিফিকেশন দেখে আমরা সত্যিই মুগ্ধ। তবে এর দাম কত টাকা হয় তার উপর অনেক কিছু নির্ভর করে। যদি ২০,০০০ টাকায় এই ফোন বিক্রি করা হয় তাহলে আমরা খুব একটা ইমপ্রেসড হবো না। কিন্তু আগের প্রিমোর ধারাবাহিকতা বজায় রেখে যদি সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই এই ফোনটি বাজারে আনা হয়, তাহলে অ্যান্ড্রয়েড কমিউনিটি থেকে ওয়াল্টনের একটি ধন্যবাদ অবশ্যই প্রাপ্য।
0 comments:
Post a Comment