Saturday, December 22, 2012

মাত্র ৯৯ ডলারের নতুন নেক্সাস ৭ আনতে পারে গুগল-আসুস

গুগল-আসুস নেক্সাস ৭ এর নাম শোনেননি এমন পাঠক অ্যান্ড্রয়েড কথনে খুঁজে পাওয়া যাবে না! অ্যান্ড্রয়েড ট্যাবলেট জগতে আদর্শ মানের ট্যাবলেট হিসেবে জায়গা করে নিয়েছে ১৯৯ ডলার মূল্যের এই ট্যাবলেট। কিন্তু আপনি কি জানতেন, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ৯৯ ডলারের নেক্সাস ৭ বাজারে আসতে পারে? তারচেয়ে আকর্ষণীয় খবর, এই ট্যাবলেটের অস্তিত্বের প্রমাণও মিলেছে!



মূলত গত সেপ্টেম্বরে প্রথম ৯৯ ডলারের নেক্সাস ৭-এর গুজব রটে। ডিজিটাইমস জানায়, গুগল ও আসুস মিলে ১০০ ডলার কম দামে মাত্র ৯৯ ডলারে নতুন নেক্সাস ৭ বিক্রির পরিকল্পনা করছে। আবার ডিজিটাইমসই জানিয়েছে, আসুস এই খবর মিথ্যা বলে দাবি করেছে। তাই তখন ৯৯ ডলারে নেক্সাস ৭-এর ক্ষীণ আশাই কেবল তৈরি হয়েছে।
কিন্তু ৯৯ ডলারের নেক্সাস ৭-এর গুজব সেখানেই থেমে থাকেনি। পরের মাস অক্টোবরে ডিজিটাইমস আবার জানায়, ৯৯ ডলারে নেক্সাস ৭ আনার কার্যক্রম এগিয়ে চলছে। তবে আসুস নয়, অন্য কোনো কোম্পানির সঙ্গে মিলে ৯৯ ডলারের নেক্সাস ৭ বানাবে গুগল; যেমনটা এলজির সঙ্গে মিলে নেক্সাস ৪ ও স্যামসাং-এর সঙ্গে নেক্সাস ১০ তৈরি করেছে। তাইয়ানের কোম্পানি কোয়ান্টা কম্পিউটারের নাম উঠে আসে নতুন এই নেক্সাস ৭-এর প্রস্তুতকারক হিসেবে। কিন্তু তখন তারাও ৯৯ ডলারে নেক্সাস ৭ তৈরির কথা অস্বীকার করে। তাই ৯৯ ডলারে নেক্সাস ৭ কিনতে আগ্রহীদের উৎসাহে কিছুটা ভাটা পড়ে।
তবুও একেবারেই হতাশ হয়ে যায়নি সেসব প্রত্যাশীরা। কেননা, গুগলের নাম তখনও ছিল আর গুগল আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করেনি নেক্সাস ৭ নিয়ে।
কিন্তু সম্প্রতি আবার উঠে এসেছে ৯৯ ডলারের নেক্সাস ৭-এর গুজব। আর এবার সঙ্গে রয়েছে আসুস নিজেই। অবস্থা এমন হয়েছে যে, ধারণা করা হচ্ছে নেক্সাস ডিভাইস না হলেও আসুস নিজেরাই হয়তো কমদামে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আনার পরিকল্পনা করছে।
আর এই ঘটনার সূত্রপাত হয়েছে ছবি শেয়ার করার সাইট পিকাসায় আপলোড করা একটি ছবির এক্সিফ ডেটা থেকে।


আসুসের অ্যাকাউন্ট থেকে পিকাসায় আপলোড করা ছবির মেটাডেটায় দেখা গেছে, এটি একটি আসুস ডিভাইস দিয়ে তোলা ছবি যার মডেল নম্বর ME172V. উল্লেখ্য, এই মডেলের বেঞ্চমার্ক রেজাল্ট এর আগে ইন্টারনেটে ফাঁস হয় যাকে ৯৯ ডলারের নেক্সাস ৭ বলে ধারণা করা হয়। গুগল বা আসুস কেউই এটি নিশ্চিত না করলেও বেঞ্চমার্ক রেজাল্টে আসুসের নাম দেখে আর আগে ছড়ানো নতুন নেক্সাস ৭-এর গুজব মিলিয়ে সবাই ধারণা করে নেন এটিই সেই কমদামী নেক্সাস ৭ যার দাম পড়বে মাত্র ৯৯ ডলার।
বেঞ্চমার্কের মাধ্যমে নতুন এই ট্যাবলেটের যে স্পেসিফিকেশন পাওয়া গেছে তা হলো ১০২৪x৬০০ পিক্সেল রেজুলেশনের ৭” ডিসপ্লে, ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট স্টোরেজ, ৪২৭০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি ও ১ গিগাহার্জ প্রসেসর। অপারেটিং সিস্টেম সন্দেহাতীতভাবে অ্যান্ড্রয়েড ৪.১.১ জেলি বিন।
আসল নেক্সাস ৭-এর সঙ্গে এর কোনো মিল না থাকলেও একেই ৯৯ ডলারের নেক্সাস ৭ বলে অভিহিত করা হয় প্রযুক্তি বিশ্বে। আর এই ট্যাবলেট চেনার একটিই উপায়, এর মডেল নম্বর।
আর সে জন্যই পিকাসায় আপলোড করা ছবির এক্সিফ ডেটায় সেই মডেল নম্বর দেখা যাওয়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে মাত্র ৯৯ ডলারের নেক্সাস ৭ ট্যাবলেট। নেক্সাস ৭ না হলেও আসুসের নিজেদের তৈরি কম দামী ৭” ট্যাবলেটও হতে পারে এটি। তারা নেক্সাস ৭ তৈরি করে আর এই ডিভাইসে জেলি বিন চলছে বলেই মূলত নেক্সাস ৭-এর গুজব বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।
মাত্র ৯৯ ডলারে নেক্সাস ৭ পাওয়া গেলে কে কে কিনতে লাইনে দাঁড়াবেন?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host