Monday, December 24, 2012

নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করার পদ্ধতি

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাডোবি বেশ কিছুদিন আগেই গুগল প্লে স্টোর থেকে তাদের ফ্ল্যাশ প্লেয়ার সরিয়ে নিয়েছে। অ্যাডোবি জানিয়েছে, যেসব ডিভাইসে ইতোমধ্যেই ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করা রয়েছে, সেসব ডিভাইসে বিভিন্ন সিকিউরিটি আপডেট দিয়ে যাবে অ্যাডোবি। কিন্তু গুগল প্লে থেকে সরিয়ে নেয়ার পর নতুন করে আর কোনো অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাদের ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার করতে পারবেন না।


খবরটা নিঃসন্দেহে খারাপ, কেননা ইন্টারনেটে এখনও অনেক সাইটে ফ্ল্যাশে তৈরি সামগ্রী রয়েছে যেগুলো দেখতে ফ্ল্যাশ প্লেয়ারের দরকার হবে। কম্পিউটারে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে দেখতে গেলেই ফ্ল্যাশ প্লেয়ারের গুরুত্ব বুঝতে পারবেন। যেহেতু এখনও ফ্ল্যাশের যুগ শেষ হয়ে যায়নি, সেহেতু ফ্ল্যাশ প্লেয়ারের গুরুত্বও রয়েছে সমানভাবে। সাধারণত নতুন ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করাই থাকে। যদি কোনো কারণে আপনার ডিভাইসে ইন্সটল করা না থাকে বা মুছে যায় অথবা কাস্টম রম ইন্সটল করার মতো অ্যাডভান্সড কোনো কাজ করতে গিয়ে ফ্ল্যাশ প্লেয়ার খুইয়ে থাকেন, তাহলে এই পোস্ট আপনার জন্য। কেননা, এই পোস্টে আমি জানাবো কীভাবে আপনি ফ্ল্যাশ প্লেয়ার আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ইন্সটল করতে পারেন।



আপনারা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছেন যে, এপিকে ফাইল আপলোড করে দিয়েছি যা ডাউনলোড করেই ফ্ল্যাশ প্লেয়ার চালাতে পারবেন। কথা সত্য, কিন্তু এই ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটলের আগে আপনার ডিভাইসের নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় জানা দরকার।

সতর্কতা

  • অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের জন্য কোনো সিকিউরিটি বা আপডেট দিচ্ছে না। মাঝে মাঝে এই সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দিলে অ্যাডোবি ফিক্স রিলিজ করতো, কিন্তু এখন থেকে আর এই ফিক্স পাওয়া যাবে না (যদি না আপনার ডিভাইসে ইতোমধ্যেই ফ্ল্যাশ প্লেয়ার থেকে না থাকে)।
  • নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ঝুঁকিতে প্রায়ই এসব প্লাগইন বা অ্যাড-অনকে পড়তে দেখা যায়। জাভা ও ফ্ল্যাশ প্লেয়ারের ফাঁক-ফোকরকে কাজে লাগিয়ে হ্যাকাররা প্রায়ই ডিভাইসের ক্ষতি করতে সক্ষম হন। অ্যাডোবি এতোদিন সঙ্গে সঙ্গেই আপডেট করে নিরাপত্তা ঝুঁকি সরিয়ে দিতো। কিন্তু এখন থেকে যদি এমন কোনো সিকিউরিটি হোল বের হয়, তাহলে আপনাকে সুরক্ষা দেবে না অ্যাডোবি।
  • নতুন ডিভাইসে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমে অস্থিতিশীল (আনস্টেবল) হতে পারে এই ফ্ল্যাশ প্লেয়ার।
  • এই টিউটোরিয়াল অনুসরণ করে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করতে আপনার ডিভাইস রুট থাকা জরুরি নয়
  আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনি উপরের নিরাপত্তা ঝুঁকিগুলো বুঝতে পেরেছেন এবং তারপরও ডিভাইসে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করতে চান, তাহলে চলুন পদ্ধতিটা দেখে নেয়া যাক।



পদ্ধতি

  • প্রথমে ডিভাইসের সেটিংস থেকে অ্যাপ্লিকেশনস-এ গিয়ে Unknown Sources চেকবক্সে টিক দিন। অ্যান্ড্রয়েড ৪ বা তার পরের ব্যবহারকারীরা এটি সেটিংস থেকে সিকিউরিটি অপশনে পাবেন।
  •  এবার এখান থেকে FLASH PLAYER 11 DOWNLOAD ফাইলটি ডাউনলোড করে নিন।
  •  
  • ফাইলটি মেমোরি কার্ডে ট্রান্সফার করুন। এবার ফাইলটি চালু করলে অ্যাপ্লিকেশন ইন্সটলার আসবে। অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন।
  • এবার ডিভাইসের স্টক ব্রাউজার (যেই ব্রাউজারটি আপনাকে ডাউনলোড করতে হয়নি) চালু করুন। এখানে উল্লেখ্য, গুগল ক্রোম ব্রাউজারে ফ্ল্যাশ কাজ করবে না।
  • অ্যান্ড্রয়েড ২.২ ও ২.৩ ব্যবহারকারীরা ব্রাউজারের মেনু থেকে সেটিংস-এ যান। সেখানে Enable plug-ins-এ টিক দিয়ে দিন (অথবা always on-এ টিক দিন)।
  • অ্যান্ড্রয়েড ৩ ও এর পরের সংস্করণ ব্যবহারকারীরা ব্রাউজারের মেনু থেকে সেটিংস > Advanced > Enable plug-ins-এ টিক দিন।
  •  আপনার ডিভাইসে ফ্ল্যাশ ইন্সটল হয়ে যাওয়ার কথা। কনফার্ম করার জন্য মোবাইল থেকে GO TO THIS LINK
  • যদি ফ্ল্যাশ প্লেয়ার কাজ করে, তাহলে হ্যাঁ-সূচক বার্তা পাবেন।



ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল শেষে অবশ্যই পদ্ধতির প্রথম ধাপটি অনুসরণ করে Unknown Sourceডিস্যাবল করে দিবেন। এটি আপনার সেটের সুরক্ষার জন্য জরুরি।
আশা করছি এতক্ষণে আপনি আবার ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করে আপনার ডিভাইসে ফ্ল্যাশ কন্টেন্ট উপভোগ করতে পারছেন। তবে একটি জিনিস মনে রাখবেন, এটি অফিসিয়ালি সাপোর্টেড নয়, বরং শিগগিরই ব্যাকডেটেড একটি প্লাগইন হয়ে যাবে। তাই ফ্ল্যাশ কন্টেন্ট রয়েছে এমন সাইটে অহরহ না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যেহেতু ফ্ল্যাশ প্লেয়ার মোবাইল ডিভাইস থেকে উঠিয়ে দেয়া হয়েছে, শিগগিরই সাইট ডেভেলপাররা এইচটিএমএল৫ দিয়ে কন্টেন্ট তৈরি করবেন যা আপনার ডিভাইসে ফ্ল্যাশ ছাড়াই দেখা যাবে।
টিউটোরিয়ালটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু! :)

1 comments:

Super SEO Bangladesh Service said...

sorry,,,go to this link holo adobe flas player er download link

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host