Saturday, December 22, 2012

ব্রাজিলে বিক্রি হচ্ছে অ্যান্ড্রয়েড-চালিত আইফোন!

গুজব নয়, কিংবা পাঠক আকর্ষণের লক্ষ্যে অতিরঞ্জিত শিরোনামও নয়, সত্যিই ব্রাজিলের বাজারে পাওয়া যাচ্ছে নতুন আইফোন যেগুলো চলছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।





অনেকেই অবাক হতে পারেন, অ্যান্ড্রয়েড-চালিত একটি ফোনের নাম আইফোন কীভাবে হতে পারে, আইফোন তো অ্যাপলের ট্রেডমার্ক। কিন্তু না, ব্রাজিলে ২০০০ সাল থেকেই গ্র্যাডিয়েন্ট নামের একটি কোম্পানি IPHONE শব্দটি ট্রেডমার্ক করে রেখেছে। আর প্রথম আইফোন আলোর মুখ দেখেছে ২০০৭ সালে। অর্থাৎ, আইফোন আসার ৭ বছর আগে এই কোম্পানি আইফোন শব্দটি ট্রেডমার্ক করে ফেলে।
তাহলে এতোদিন পর কেন তারা এই নামে ফোন বাজারে ছাড়ছে? এখানেও অবাক হওয়ার কিছু নেই। স্পষ্টতঃই কোম্পানিটি অপেক্ষা করেছে অ্যাপলের আইফোনের বিশ্বব্যাপী জনপ্রিয়তা তৈরির জন্য। এখন যেহেতু সারাবিশ্বে এক নামে সবাই আইফোন চেনে, কাজেই তারা অ্যাপলকে ট্রল করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিয়ে আইফোন নামে মোবাইল ফোন বিক্রি করতে পারছে। দুঃখের বিষয় হলো, অ্যাপলের এতে কিছুই করার নেই।
সূত্র জানিয়েছে, গ্র্যাডিয়েন্টের বাজারে আনা অ্যান্ড্রয়েড-চালিত আইফোনের রয়েছে ৩.৭ ইঞ্চি স্ক্রিন, দু’টি ক্যামেরা, দু’টি সিম স্লট এবং অ্যান্ড্রয়েড ২.৩.৪ জিঞ্জারব্রেড। ফোনটির দাম ২৮৫ ডলার ধরা হয়েছে।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host