Saturday, December 22, 2012

অবশেষে প্লে স্টোরে এলো গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি

জিটিএ ভাইস সিটির সঙ্গে অধিকাংশ গেমারেরই জড়িয়ে রয়েছে বহু পুরনো স্মৃতি। গেমটি প্রথমবার মুক্তি পাবার দশ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যান্ড্রয়েডের জন্য এটি নতুন করে মুক্তি দেয়ার কথা. গেমটি ৬ই ডিসেম্বর আসার কথা থাকলেও কিছু সমস্যার কারণে একটু সময় নিয়ে অবশেষে সম্প্রতি গুগল প্লে স্টোরে মাত্র ৫ ডলারে চলে এলো দারুণ এই গেম।

 জিটিএ ভাইস সিটির অ্যান্ড্রয়েড সংস্করণের বিশেষত্ব হচ্ছে এটি পিসি গেমেরই হুবহু অনুরূপ। এতে আপনি আপনার সেই পরিচিত শহরটিই ফিরে পাবেন। পুরনো দিনে খেলা গেমপ্লে, কাটসিন আর স্টোরির সবই রয়েছে নতুন এই ভাইস সিটি গেমে। গ্রাফিক্সও আপনার ডিভাইস অনুসারে বাড়িয়ে-কমিয়ে নেয়ার সুযোগ রয়েছে।







অ্যান্ড্রয়েড সেন্ট্রাল জানিয়েছে, এই গেমটি MoGa ওয়্যারলেস গেম কন্ট্রোলার এবং কিছু ইউএসবি গেমপ্যাডের সঙ্গে কমপ্যাটিবল। ফলে স্ক্রিনে কন্ট্রোল করতে না চাইলে এক্সটার্নাল গেম প্যাড বা কন্ট্রোলার দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন গেমের মূল চরিত্র টমি ভারসিটিকে।

গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি মাত্র ৫ ডলারের বিনিময়ে আপনাকে দেবে অসংখ্য ঘণ্টার গেমিংয়ের স্বাদ। পিসিতে ভাইস সিটি খেলে থাকলে তো জানেনই, না খেলে থাকলেও নিশ্চিত থাকতে পারেন এই ওপেন ওয়ার্ল্ড স্যান্ডবক্স গেম আপনাকে হতাশ করবে না কোনোভাবেই। তবে কেনার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ডিভাইসে ন্যূনতম ১.৫ গিগাবাইট জায়গা খালি রয়েছে কি না আর আপনার ডিভাইস অফিসিয়ালি সাপোর্টেড কি না।

উল্লেখ্য, অফিসিয়ালি সাপোর্টেড না হলেও অনেক ডিভাইসেই গেমটি খেলা যাবে। কিন্তু আসল গেমিং এক্সপেরিয়েন্স কেবল অফিসিয়ালি সাপোর্টেড ডিভাইসেই পেতে পারেন।


সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোনঃ মটোরোলা রেজআর, রেজআর ম্যাক্স, রেজআর ম্যাক্স এইচডি, মটোরোলা অ্যাট্রিক্স, মটোরোলা ফটোন, মটোরোলা ড্রয়েড বায়োনিক, এইচটিসি রিজাউন্ড, ওয়ান এক্স, ওয়ান এস, ইভো ৩ডি, সেনসেশন, ড্রয়েড ইনক্রেডিবল ২, স্যামসাং গ্যালাক্সি নেক্সাস, নেক্সাস এস, গ্যালাক্সি নোট ১ ও ২, স্যামসাং গ্যালাক্সি এস ২, গ্যালাক্সি আর, সনি এক্সপেরিয়া প্লে, এক্সপেরিয়া এস, পি, টি, টিএল, সনি ওয়াকম্যান জি (Z) সিরিজ মিডিয়া প্লেয়ার, স্যামসাং গ্যালাক্সি এস ৩ এবং গুগল নেক্সাস ৪।

সাপোর্টেড অ্যান্ড্রয়েড ট্যাবলেটঃ এসার আইকনিয়া, আসুস ই প্যাড ট্রান্সফর্মার, আসুস ই প্যাড ট্রান্সফর্মার প্রাইম, এলজি অপটিমাস প্যাড, মিডিয়ন লাইফট্যাব, মটোরোলা জুম, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৮.৯/১০.১, স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২, গ্যালাক্সি নোট ১০.১, সনি ট্যাবলেট এস, সনি ট্যাবলেট পি, তোশিবা থ্রাইভ, এইচটিসি ফ্লাইয়ার, গুগল নেক্সাস ৭ এবং নেক্সাস ১০।

 গুগল প্লে স্টোর লিংকঃhttps://play.google.com/store/apps/details?id=com.rockstargames.gtavc

 সবশেষে দেখে নিন রকস্টারের প্রকাশিত ভাইস সিটি ট্রেইলার।
DOWNLOAD LINK


 জিটিএ ভাইস সিটি খেলতে যাচ্ছেন কি? অ্যান্ড্রয়েড এ পর্যন্ত আপনার খেলা সবচেয়ে ভালো এইচডি গেম কোনটি?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host