Saturday, December 22, 2012

গ্রামীণফোন ও সিম্ফনি মিলে আনলো Symphony T7 ও T8 অ্যান্ড্রয়েড ট্যাবলেট


দেশি ব্র্যান্ড সিম্ফনির অ্যান্ড্রয়েড ট্যাবলেট টি৭ ও টি৮ বাজারে আনার কথা.
গ্রামীণফোন জানিয়েছে, আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০.৪) চালিত এই দু’টি ট্যাবলেটের দাম পড়ছে গ্রামীণফোন গ্রাহকদের জন্য মাত্র ১০,৮৫০ টাকা এবং ১২,৮৫০ টাকা। এই দু’টি ট্যাবলেটই ৩জি সুবিধা রয়েছে ও এর প্রথমটি ৭ ইঞ্চি ও দ্বিতীয়টি ৮ ইঞ্চি আকারের স্ক্রিনবিশিষ্ট; যেমনটা এদের মডেল নম্বরেই উল্লেখ আছে (Symphony T7 ও Symphony T8).

গ্রামীণফোন গ্রাহকরা যে কোনো গ্রামীণফোন আউটলেট থেকে বিনামূল্যে ৮ গিগাবাইট মাইক্রো-এসডি মেমোরি কার্ড ও মাত্র ৯৯ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজসহ সিম্ফনি টি৭ বা টি৮ ট্যাবটি কিনতে পারবেন।



ট্যাবলেট স্পেসিফিকেশনঃ Symphony T7



সিম্ফনি টি৭ ট্যাবলেট হচ্ছে অ্যান্ড্রয়েড ৪.০.৪ চালিত ৭ ইঞ্চি আকারের ট্যাবলেট ডিভাইস যাতে রয়েছে ২ মেগাপিক্সেল প্রাইমারি ও সামনে ভিজিএ ক্যামেরা। তবে ডব্লিউ ৬০-এর মতো সামনে ক্যামেরা দিয়ে ৩জি দিতে ভুলে যায়নি সিম্ফনি। বরং, এতে ৩জি, ওয়াই-ফাই, এজ ও জিপিএস সুবিধা রয়েছে।
টি৭ ট্যাবলেটের ডিসপ্লে রেজুলেশন 800 x 480 পিক্সেল। এতে রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট RAM ও ৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি যা সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। এতসবের ক্ষমতা যোগানোর জন্য এতে রয়েছে ৩০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।
অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোশন সেন্সর, জি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার ইত্যাদি। গ্রামীণফোন তাদের প্রোমোশনাল অফারে এই ট্যাবের দাম ধরেছে মাত্র ১০,৮৫০ টাকা।


ট্যাবলেট স্পেসিফিকেশনঃ Symphony T8



অনেকটা সিম্ফনি টি৭-এর মতোই সিম্ফনি টি৮ ট্যাবলেটের হার্ডওয়্যার। এর স্ক্রিনের আকার ৮ ইঞ্চি এবং রেজুলেশন 1024 x 768 পিক্সেল; যা টি৭-এর তুলনায় বেশ উন্নত। এতে ৩জি, ওয়াই-ফাই, এজ ও জিপিএস সুবিধা রয়েছে। এছাড়াও ইন্টারনাল মেমোরি রয়েছে ৪ গিগাবাইট যা মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
টি৭ এর তুলনায় টি৮ এর অন্যতম ভালো দিক হচ্ছে RAM যা টি৮ ট্যাবলেটে ১ গিগাবাইট। প্রসেসর ১ গিগাহার্জ। তবে ব্যাটারির ক্ষমতা ৪০০০ এমএএইচ। তাই এই কথা বলাই যায়, সার্বিক বিচারে মাত্র ২ হাজার টাকা বাড়িয়ে সিম্ফনি টি৮ ট্যাবলেট কেনাই ক্রেতার জন্য লাভজনক হবে।
গ্রামীণফোন তাদের নতুন অফারে এই ট্যাবের দাম ধরেছে ১২,৮৫০ টাকা। দু’টি ট্যাবের সঙ্গেই বিনামূল্যে ৮ গিগাবাইট মেমোরি কার্ড দেয়া হচ্ছে। এছাড়াও সঙ্গে শর্তসাপেক্ষে গ্রামীণফোন গ্রাহকদের কেনার দিন হতে পরবর্তী ৫ মাস পর্যন্ত সর্বোচ্চ ১০ বার মাত্র ৯৯ টাকায় ১ গিগাবাইট ইন্টারনেট প্যাকেজ কেনার সুবিধাও দিচ্ছে গ্রামীণফোন। তবে এই সুবিধা কীভাবে নতুন ট্যাব ক্রেতারা পেতে পারেন আর এর সঙ্গে থাকা শর্তগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যেই আলাদা আরেকটি পোস্ট অ্যান্ড্রয়েড কথনে প্রকাশিত হবে।
উল্লেখ্য, এই লেখা প্রকাশের সময় পর্যন্ত সিম্ফনির ওয়েবসাইটে ট্যাবলেট দু’টির কোনো দাম প্রকাশ করা হয়নি। তাই এখনও আমরা নিশ্চিত নই সিম্ফনি নিজেদের শোরুমে এখনই এই ট্যাবলেট দু’টো বিক্রি করছে কি না বা করলেও এর দাম কি গ্রামীণফোনের প্রকাশ করা দামের মতোই থাকবে নাকি দাম বাড়বে এ ব্যাপারেও কোনো তথ্য জানা যায়নি।
তবে এই দামে ট্যাবলেটের প্রচুর চাহিদা রয়েছে। তাই দাম বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়ার মতো নয়। কাজেই আমাদের পরামর্শ হবে, সিম্ফনি ব্র্যান্ডের ট্যাবলেট কেনার ইচ্ছে থাকলে এখনই কিনে ফেলা। যদিও এর পারফরম্যান্স আসলেই কেমন কিংবা এটি রুট-আনরুট করতে কী পরিমান ঝামেলা পোহাতে হবে সে ব্যাপারে কোনো তথ্যই আমাদের কাছে নেই।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host