Saturday, December 22, 2012

দেশের বাজারে স্যামসাং আনলো গ্যালাক্সি মিউজিক ডুয়োস

মিউজিকের উপর জোর দিয়ে স্যামসাং সপ্তাহখানেক আগে ঘোষণা দেয় তাদের নতুন কমদামী অ্যান্ড্রয়েড ফোন ।আজ দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উদ্বোধন হয় ৩ ইঞ্চি আকারের এই অ্যান্ড্রয়েড ফোন।
 ঢাকার গুলশানে অবস্থিত স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফুয়াদ নতুন এই ফোনের উদ্বোধনে অংশ নেন। এছাড়াও যেসব ক্রেতা আগে থেকেই স্যামসাং-এর নতুন এই ফোন কেনার প্রি-অর্ডার করে রেখেছিলেন, তাদের হাতেও ফুয়াদের অটোগ্রাফসহ এই সেট তুলে দিয়েছে স্যামসাং। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে ফটোগ্রাফেও অংশ নিয়েছেন ফুয়াদ।



 স্যামসাং জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ চালিত এই ডিভাইসটি সঙ্গীতপ্রেমীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার ও সাউন্ডএলাইভ নামের বিশেষ একটি সুবিধা যা বিভিন্ন জেনারের গান শুনতে সহায়ক হবে। এছাড়াও এর অত্যাধুনিক প্রযুক্তি আপনার গান শোনার সময় বারবার সাউন্ড কমানো-বাড়ানোর প্রয়োজন দূর করে দেবে। একই পরিমান সাউন্ড সব গানেই ধরে রাখতে পারবে গ্যালাক্সি মিউজিক ডুয়োস।


৩ ইঞ্চি আকারের স্ক্রিনে 240 x 320 পিক্সেল রেজুলেশন দেয়া হয়েছে। ৫১২ মেগাবাইট র‌্যাম ও ৪ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ দেয়া রয়েছে যা মেমোরি কার্ড স্লটের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকলেও ভিডিও চ্যাটের জন্য সামনে কোনো ক্যামেরা দেয়া হয়নি। তবে এর প্রসেসর মাত্র ৮৫০ মেগাহার্জ করটেক্স এ-৯, যা অনেক ব্যবহারকারীরই পছন্দ হবে না।
যেমনটা নাম শুনেই বুঝতে পারছেন, গ্যালাক্সি মিউজিক ডুয়োস একটি ডুয়েল সিম সুবিধাসম্পন্ন স্মার্টফোন। এতে মিনি-সিম ব্যবহৃত হয়েছে। স্যামসাং বলছে, এতে বিশেষ এক ধরণের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে যার ফলে একইসঙ্গে এক সিম দিয়ে ডাউনলোড ও অন্য সিম দিয়ে ফোনে কথা বলা সম্ভব। এই ফোন ৩জি সংযোগ সাপোর্ট করে। তবে ৩জি ব্যবহার করতে গেলে ফ্রন্ট ক্যামেরার অভাব বোধ করবেন অনেকেই।
তবে খুশির খবর হচ্ছে, গ্যালাক্সি মিউজিক অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিনে আপডেট করা হবে বলে আগেই জানিয়েছে স্যামসাং।
দেশের বাজারে এই ফোনের দাম ধরা হয়েছে ১৫,৯০০ টাকা। সঙ্গে ২ বছরের ওয়ারেন্টি তো রয়েছেই।
স্যামসাং গ্যালাক্সি মিউজিক কি আপনার পছন্দ হয়েছে? আপনার আগামী স্মার্টফোনটি কি স্যামসাং গ্যালাক্সি মিউজিক হবে? মন্তব্যের ঘরে আমাদের জানান।

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host