Saturday, December 22, 2012

স্যামসাং ঘোষণা করলো নতুন গ্যালাক্সি গ্র্যান্ড

শীতকাল বলে আমরা হাত-পা গুটিয়ে বসে থাকলেও কোরিয়ান কোম্পানির নতুন নতুন প্রায় একই ডিজাইনের অ্যান্ড্রয়েড ফোন তৈরি করা কিন্তু থেমে নেই। আমরা অনেকেই ভেবেছিলাম এই ক্রিসমাসের সময়টা গ্যালাক্সি নোট ২ আর গ্যালাক্সি এস ৩ দিয়েই কাটিয়ে দেবে স্যামসাং। কিন্তু না, অনেকটা নোট ২-এর মতো দেখতে নতুন গ্যালাক্সি গ্র্যান্ডের ঘোষণা দিলো স্যামসাং।


 কোম্পানিটি জানিয়েছে, গ্যালাক্সি গ্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোনে থাকছে ১.২ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৫ ইঞ্চি আকারের ডিসপ্লে যাতে ব্যবহৃত হয়েছে ৮০০ বাই ৪৮০ পিক্সেল রেজুলেশন। এছাড়াও এতে ১ গিগাবাইট র‌্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি থাকছে যা আলাদা মেমোরি স্লটের মাধ্যমে বাড়ানো সম্ভব। অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.১.২ চালিত এই ডিভাইসের সব ক্ষমতা বহন করার জন্য এতে ২,১০০ এমএএইচ ব্যাটারিও দেয়া হয়েছে বলে জানিয়েছে স্যামসাং। এছাড়াও এতে একসঙ্গে দু’টি সিম চালানোর সুবিধা থাকছে।



স্পেসিফিকেশনের বিচারে অনেকেই স্যামসাং গ্র্যান্ডকে মধ্যম-বাজেটের অ্যান্ড্রয়েড ফোন বলে অভিহিত করছেন, যদিও প্রেসে পাঠানো ছবি দেখে একে অনেকটা স্যামসাং গ্যালাক্সি নোট ২ এর মতোই দেখাচ্ছে। তবে এর সঙ্গে গ্যালাক্সি নোট ২ এর মতো কোনো স্টাইলাস না দেয়ায় অনেক ক্রেতাই অসন্তুষ্ট হতে পারেন।
তবে নতুন এই গ্যালাক্সি গ্র্যান্ড ফোন যুক্তরাষ্ট্র বা উন্নত দেশের জন্য তৈরি হয়নি বলেই অনেকে মন্তব্য করেছেন। মূলত উন্নয়নশীল দেশের জন্যই এটি তৈরি করা হয়েছে। তবে গ্যালাক্সি নোট ২-এর মতোই দেখতে বলে দোকানে গ্যালাক্সি নোট ২ কিনতে গিয়ে কেউ যেন আবার গ্যালাক্সি গ্র্যান্ড কিনে না নিয়ে আসেন সেদিকেও খেয়াল রাখতে পরামর্শ দিয়েছে বিদেশি কয়েকটি ওয়েবসাইট।
দাম সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে দেশের বাজারে গ্যালাক্সি গ্র্র্যান্ড আসলে এর দাম কত হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। তবে স্পেসিফিকেশন দেখে কত দামে আপনি এই ফোন কিনতে রাজি আছেন?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Web Host